সেন্ট্রাল চীনের হুবেই প্রদেশে ভেঙে পড়ল তিন তলা হোটেল, মৃত ২

map_of_chinaবেজিং, ২১ জানুয়ারি (হি.স.): সেন্ট্রাল চীনের হুবেই প্রদেশে ভূমিধসের কারণে তিন তলা হোটেল ভেঙে মৃতু্য হল ২ জনের| ভয়াবহ ঘটনায় ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন কমপক্ষে ১০ জন| প্রশাসন সূত্রের খবর, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ নান্যহং কাউন্টিতে মিরাজ হোটেল আচমকা ভেঙে পড়ে| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যান হোটেলের কর্মী ও অতিথিরা|
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পেঁৗছয় উদ্ধারকারী দলের প্রতিনিধিরা| যুদ্ধকালীন তত্পরতায় চলে উদ্ধারকার‌্য| ধ্বংসস্তূপ থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| এখনও নিখোঁজ প্রায় ১০ জন| উদ্ধারকাজ অব্যাহত রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *