BRAKING NEWS

জাল্লিকাট্টু নিয়ে উত্তেজনা অব্যাহত, কথা মতো প্রতীকী অনশন করলেন এ আর রহমান

A.-R.-Rahman-Family-Photos-Father-Wife-Full-Name-Age-Biographyচেন্নাই, ২০ জানুয়ারি (হি.স.) : জাল্লিকাট্টু নিয়ে উত্তেজনা অব্যাহত তামিলনাড়ুতে | জাল্লিকাট্টুর সমর্থনে শুক্রবার একদিনের প্রতীকী অনশন করেন এ আর রহমান| জাল্লিকাট্টুর পক্ষে নিজেদের মতামত পরিস্কˆার করতে এদিন সকালেই দক্ষিণ ভারতীয় শিল্পী সমিতির প্রধান দফতরের হাজির হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত, কমলহাসান, অজিত, সূর‌্য, ধনুষরা| সকলে প্রতিবাদীদের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন| বৃহস্পতিবার দেওয়া কথা মতোই এদিন সকালেই প্রতীকী অনশন শুরু করেন এ আর রহমান| সন্ধ্যে ছটায় জল খেয়ে অনশন ভঙ্গ করেন তিনি| গতকালই এর সমর্থনে সরব হন বিশ্বনাথন আনন্দ ও শ্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ| এদিকে, জাল্লিকাট্টুর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানাচ্ছেন সেলিব্রিটিরা|
এ আর রহমান: জাল্লিকাট্টুর প্রতিবাদীদের সমর্থনে অনশনে বসেছি| আজ সন্ধ্যা ৬.১৪ অনশন ভঙ্গ করব একগ্লাস জল খেয়ে|
রজনীকান্ত: আমি জাল্লিকাট্টুকে পূর্ণ সমর্থন করি| তামিলনাড়ুর প্রতিবাদী ছাত্রদের পাশে আছি| আমি বা আমার পরিবারের কেউ পেটা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত নই|
ধনুষ: জাল্লিকাট্টু ফেরানোর দাবিতে বিক্ষোভকারীদের বড় ভক্ত আমি| আমার পরিবারের কেউ পেটা ইন্ডিয়ার সদস্য নয়| আমাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে| ২০১২ সালে তাঁকে হটেস্ট ভেজিটেরিয়ানএর পুরস্কার আমাকে দেয় পেটা| কেন ওই পুরস্কার নিয়েছিলাম, এখন আফসোস হচ্ছে|
বিশ্বনাথন আনন্দ: জাল্লিকাট্টু আমাদের সংস্কৃতির অংশ| আমি পশু অধিকারের পক্ষে| কিন্তু, এখানে প্রশ্নটা দীর্ঘদিনের ঐতিহ্য, বেড়ে ওঠা নিয়ে|
তৃষা: তামিল চলচ্চিত্র জগতের একমাত্র অভিনেত্রী হিসেবে জাল্লিকাট্টুর সমর্থনে পাশে দাঁড়াতে পথে নামলাম আজ|
কবীর বেদী: আমি জাল্লিকাট্টু সমর্থম করি| তামিল সংস্কৃতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয়| এর সংরক্ষণ করা দরকার|
প্রভু দেবা: অরাজনৈতিক পথে তামিলনাড়ুতে হাজার বাজার লোক জড়ো হয়ে জাল্লিকাট্টু ফিরিয়ে আনার দাবি করছেন| তাঁদের স্বাগত ও অভিনন্দন|
মহেশ বাৱু: প্রতিবাদীদের কণ্ঠ নিশ্চয়ই প্রশাসনের কাছে পৌঁছে যাবে| আমি প্রতিবাদীদের পাশে আছি|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *