বান্দিপোরা, ১৯ জানুয়ারি (হি.স.): প্রবল ঠান্ডায় কঁাপছে গোটা কাশ্মীর উপত্যকা| এই সময়েও সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলা| বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক লস্কর-ই-তৈবা জঙ্গি| নিহত জঙ্গির নাম আবু মুসা| সে লস্কর-ই-তৈবার কমান্ডার ছিল| মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র| এই ঘটনায় এক সেনা জওয়ানও আহত হয়েছেন| তঁাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায়, বান্দিপোরা জেলার হাজিন এলাকার প্যারি মহল্লায় লুকিয়ে রয়েছে এক জঙ্গি| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়| সেই সময়ই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে ওই জঙ্গি| নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় লস্কর-ই-তৈবার কমান্ডার আবু মুসা| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন জওয়ানরা| উল্লেখ্য, বান্দিপোরার প্যারি মহল্লায় গত তিন দিনে এটি দ্বিতীয় ঘটনা|