ফতেহপুর সিক্রিতে উল্টে গেল পর‌্যটক বোঝাই বাস, মৃত ৪ পর‌্যটক

accidentআগ্রা, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রি এলাকায় পর‌্যটক বোঝাই বাস ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন পর‌্যটক| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন| মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা| আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ৱুধবার সকালে একটি ট্রাক্টর ট্রালিকে ওভারটেক করার চেষ্টা করছিল পর‌্যটকবোঝাই বাসটি| আচমকা ফতেহপুর সিক্রি এলাকায় টোল প্লাজার কাছে ট্রাক্টর ট্রলিতে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়|
দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন পর‌্যটক| গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *