মুক্তসর (পঞ্জাব), ১৯ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের মুক্তসরে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটে ২৫ লক্ষ টাকা| উদ্ধার হওয়া নোটগুলি আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে| পুলিশ জানিয়েছে, ৱুধবার মুক্তসরে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটে ২৫ লক্ষ টাকা| নগদ অর্থের উত্স সম্পর্কে তাঁরা কোনও নথি দেখাতে পারেনি, এরপরই নতুন নোটে ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়| নতুন নোটে ২৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে আয়কর দফতরকে|
2017-01-19