ছত্তিশগড়ের নারায়ণপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণ, মৃত ৩

mineরায়পুর, ১৯ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধু্যষিত নারায়ণপুর জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃতু্য হল তিন জনের| মৃতদের রয়েছেন দুই মহিলা ও একটি নাবালিকা মেয়ে| ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বাস্তার রেঞ্জ) এসআরপি কাল্লুরি জানিয়েছেন, ৱুধবার সন্ধ্যায় ল্যান্ডমাইন বিস্ফোরণটি ঘটেছে নারায়ণপুর থানার অন্তর্গত জঙ্গলে| ৱুধবার সন্ধ্যায় তুমনার গ্রামের বাসিন্দা বেশ কয়েকজন মহিলা তাঁদের সন্তানদের নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন| তখনই মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়| ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃতু্য হয় দুই মহিলা ও একটি নাবালিকা মেয়ের| এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন মহিলা ও ২ বছরের একটি শিশু|
ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনাটি প্রকাশ্যে আসে ৱুধবার রাতে| যখন আহত তিন জন মহিলা ও ছোট্ট শিশুটিকে নারায়ণপুর হাসপাতালে ভর্তি করান গ্রামবাসীরা| এরপরই দ্রুত ঘটনাস্থলে পেঁৗছয় নিরাপত্তা বাহিনী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *