কেরলের কান্নুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, অভিযুক্ত সিপিএম

murderতিরুবনন্তপুরম, ১৯ জানুয়ারি (হি.স.): কেরলের কান্নুর জেলায় কুপিয়ে খুন করা হল এক বিজেপি কর্মীকে| নিহত বিজেপি কর্মীর নাম হল সন্তোষ কুমার (৫২)| বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কান্নুর জেলার তালাসেরিতে| এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় সিপিএম সদস্যদের বিরুদ্ধে|

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে (আনুমানিক সাড়ে ১০টা) বিজেপি কর্মী সন্তোষের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী| হামলার সময় স্ত্রী-পুত্র কেউই বাড়িতে ছিলেন না| একা পেয়ে সন্তোষের উপর ঝঁাপিয়ে পড়ে দুষ্কৃতীরা| ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা| কোনওমতে এক বন্ধুকে ফোন করে গোটা ঘটনার কথা জানান সন্তোষ| রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, পথেই তঁার মৃতু্য হয়| পুলিশ জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তঁার মৃতু্য হয়েছে| গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির লোকসভার সাংসদ নলিন কুমার কাটিল|

উল্লেখ্য, আন্দাল্লুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ইউনিটের প্রধান হিসেবে একদা কাজ করেছেন সন্তোষ| স্থানীয় বিজেপি বুথের সভাপতিও ছিলেন তিনি| সন্তোষের মৃতু্যতে স্থানীয় সিপিএম সদস্যদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *