তিরুচিরাপল্লীতে বালিবোঝাই লরি উল্টে মৃত ৪

accidentতিরুচিরাপল্লী, ১৭ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে বালি বোঝাই লরি উল্টে মৃতু্য হল চার জনের| মৃতদের নাম ও পরিচয় জানা না গেলেও, পুলিশ জানিয়েছে নিহতরা হলেন লরির লোডম্যান| পুলিশ জানিয়েছে, সোমবার রাতে অবৈধভাবে কাবেরী নদী থেকে বালি পাচারের সময় লরিটি আচমকা উল্টে যায়| ঘটনাস্থলেই চাপা পড়ে প্রাণ হারান চার জন| মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করা হয়েছে|