BRAKING NEWS

আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি রাজ্যে অনৈক্যের জন্য ঐক্য গড়ে তুলেছে ঃ বিজন ধর

Bijanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ একতার মাঝে চিড় ধরাতেই উপজাতিভিত্তিক তিন আঞ্চলিক দল একমঞ্চে একত্রিত হয়েছে৷ তাতে রাজ্যের ঐক্য বিনষ্ট হওয়ার সম্ভাবনাই প্রবল৷ উপজাতি অংশের মানুষ খুব একটা উপকৃত হবেন না৷ সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর আইএনপিটি, আইপিএফটি এবং এনসিটির গড়ে তোলা ফোরামের তীব্র সমালোচনা করে রাজ্যবাসীকে এইভাবেই সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন৷ তাঁর মতে, কেবল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাই এই ফোরামের মূল লক্ষ্য৷ উপজাতি অংশের মানুষের উপকারে এই ফোরাম কোন ভাবেই ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না৷ নির্বাচনের উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করে বামফ্রন্টকে উৎখাত করাই এই ফোরামের অন্যতম লক্ষ্য বলে মনে করেন বিজনবাবু৷
নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করে না সিপিএম৷ কিন্তু, এই ইস্যুতে এডিসি বন্ধের কোন যৌক্তিকতা নেই৷ কারণ বিজনবাবু মনে করেন এই সংশোধনী বিলের স্বার্থে উপজাতি স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় নেই৷ তাঁর মতে, এই বিল এক মঞ্চে ঐ তিন দল আসার উপলক্ষ্য মাত্র৷ তাই বিজনবাবু জোর দিয়ে বলেন, এই ফোরামের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী শক্তি পুনরায় ঐক্যবদ্ধ হচ্ছে৷ অবশ্য তিনি ফোরামকে কটাক্ষ করতেও ছাড়েননি৷ তিনি বলেন, আলাদা রাজ্য নাকি ইনার লাইন পারমিট, কোন্ দাবীকে সামনে রেখে এই ফোরাম গঠিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ বিজনবাবুর বক্তব্য, এই ফোরাম গঠন করে তারা মূলত বিজেপির সাথে সমঝোতার পথে হাটছে৷ তিনি মনে করেন, এই ফোরাম মূলত রাজ্যে অনৈক্য সৃষ্টি করার ঐক্য গঠনের সংকেত দিচ্ছে৷ তাই সকলকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে৷
এদিন তিনি নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বলেন, এই বিলের শুরু থেকেই বিরোধীতা করে আসছে বামেরা৷ কারণ, এই বিল কার্যকর হলে সংঘালঘুরা অধিকার হারাবেন৷ তাঁর মতে, প্রথম কোন আইন ধর্মের ভিত্তিতে হতে যাচ্ছে এদেশে৷ তাঁর দাবী, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী হোক নাগরিকত্ব সংশোধনী বিল৷ এই বিলের ভয়াবহতা উল্লেখ করে বিজনবাবু দাবি করেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসকল হিন্দুরা প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে৷ সেই কথা বিলে উল্লেখ রয়েছে৷ কিন্তু, মুসলীমদের এই বিল অনুসারে নাগরিকত্ব দেওয়া হবে না৷ ইতিমধ্যে অসমে এই ধরনের মুসলীমদের চিহ্ণিতকরণ শুরু হয়ে গিয়েছে৷ এই বিলটি বর্তমানে সংসদের সিলেক্ট কমিটিতে রয়েছে৷ কিন্তু, যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে সংখ্যালঘুরা ভীষণ সমস্যায় পড়বেন৷ তাই সিপিএম শুরু থেকেই এই বিল সংশোধনীর বিরোধীতা করে আসছে, বলেন বিজনবাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *