BRAKING NEWS

সাহারা-বিড়লা ডায়েরি নিয়ে তদন্তের জন্য সিট গঠনের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোটর্

aaaa1111SupremeCourtIndia নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্তের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট| ৱুধবার সাহারা এবং বিড়লা ডায়েরি নিয়ে তদন্তের জন্য সিট গঠনের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোটর্| এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতি ইসু্যতে লড়াইয়ে শুরুতেই হোচট খেল কংগ্রেস|

২০১৩-১৪ সালে সাহারা এবং বিড়লার অফিসে তল্লাশি চালিয়ে দুটি ডায়েরি উদ্ধার করে আয়কর আধিকারিকরা| তাতে কয়েকটি সাঙ্কেতিক নাম এবং পাশে টাকার পরিমান উল্লেখ রয়েছে| কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিরোধীরা এই ডায়েরি উল্লেখ করে দাবি করেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় এই দুই কর্পোরেট হাউসের েথকে টাকা নিয়েছেন নরেন্দ্র মোদী| রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ হিসেবে এই ডায়েরির উল্লেখ করেছিলেন| উদ্ধার হওয়া ডায়েরির বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রশান্ত ভূষণের এনজিও কমন কজ|

সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে, এই নথি থেকে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায় না| গত মাসে এই মামলায় সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি জে এস কেহর কমন কজ এবং তার আইনজীবী প্রশান্ত ভূষণকে  যথেষ্ট , স্পষ্ট এবং ্দৄঢ্ প্রমাণ পেশ করতে বলে| গত সপ্তাহে আরও কিছু নথি, কিছু ইমেল হলফনামা হিসেবে জমা দেয়| তাতেও কাজ হয়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *