BRAKING NEWS

সাধারণতেন্ত্রর কুচকাওয়াজে আমিরশাহির সামরিক প্রদর্শনীর অনুমতি দিল না ভারত

Govt of Indiaনয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : নিরাপত্তার কারণে সাধারণতেন্ত্রর কুচকাওয়াজে সংযুক্ত আরব আমিরশাহির সামরিক প্রদর্শনীর অনুমতি দিল না ভারত | সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কুচকাওয়াজে প্রদর্শনীর জন্য সংযুক্ত আরব আমিরশাহির সামরিক প্যারাট্রুপার টিম পাঠানোর প্রস্তাব দিয়েছিল| কিন্তু নিরাপত্তার কারণেই ওই প্রস্তাব বাতিল করে দিল ভারত| তবে সেদিনের কুচকাওয়াজে মার্চ করে যাওয়ার জন্য বাহিনী পাঠাতে পারে আমিরশাহি|
প্রতিরক্ষা মন্ত্রকের জনৈক অফিসার বলেন, ফ্রান্স গত বছর তাদের সেনাবাহিনীর দল পাঠানোর পর আমরা ঠিক করি, এটা প্রথা হিসাবে চালু হোক| তাই আরব আমিরশাহিকেও একটি টিম পাঠাতে বলা হয়| কিন্তু ওরা সামরিক প্যারাট্রুপারদের পাঠাতে চাইছে| তবে ওই কুচকাওয়াজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু ভিভিআইপি থাকেন বলে রাজপথ সেদিন হাই সিকিউরিটি জোন হয়ে ওঠে| সুতরাং নিরাপত্তার প্রশ্নটি মাথায় রেখে প্রতিরক্ষামন্ত্রক আমিরশাহির টিমের প্রদর্শনীর জন্য প্রস্তুতি নিতে পারছে না| তাছাড়া সে সময় আবহাওয়াও অনুকূল থাকবে না হয়ত|
গত বছরই সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সে দেশের সঙ্গে সম্পর্ক মজৱুত করার প্রয়াস হিসাবে এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হয়ে আসার জন্য আৱু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জাভেদ আল নাহইয়ানকে আমন্ত্রণ জানানো হয়| তিনি আমিরশাহির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *