অ্যাডিডাসের সঙ্গে গাঁটছড়া ভাঙল কোহলির

virat-kohli-copyমুম্বই, ১১ জানুয়ারি (হি.স.) : অ্যাডিডাসের সঙ্গে গাঁটছড়া ভাঙল বিরাট কোহলির| এই সংস্থার ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বিরাট| ২০১৪ সাল থেকে দুই বছর এই সংস্থার সঙ্গে চুক্তি ছিল তাঁর| ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে চুক্তি| জানা গেছে, বিরাট ও ওই সংস্থার সঙ্গে কোনও পরবর্তী চুক্তি হয়নি| দুই পক্ষের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| অ্যাডিডাস ও বিরাটের মধ্যে এই বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে| কিন্তু ব্যক্তিগত স্তরে কোনও একটা সমস্যা হওয়ায় তাঁদের মধ্যে চুক্তি অগ্রসর হয়নি|
বিরাট এখন ১৭টি বিপনণ সংস্থার সঙ্গে যুক্ত| এত সংস্থার হয়ে সময় দেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে| এখন দেশের অধিনায়ক | দায়িত্ব অনেক বেশি | এরমধ্যে সবকিছু সামলে বিজ্ঞাপনের কাজ করতে হয় | এমনই করে এসেছেন প্রাক্তন অধিনায়করাও | তবে দেশের অধিনায়ক হওয়ার পরে তাঁর সঙ্গে এই সংস্থার চুক্তি ভাঙার ঘটনাকে ভালো ভাবে নিচ্ছে না বিপনণ জগত|
সম্প্রতি এক মোবাইল সংস্থার সঙ্গেও চুক্তি করেছেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *