নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ জিরানিয়ার রাধাচরণ ঠাকুরপাড়ায় এক শিশুর মুন্ডু উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বিষয়টি স্থানীয় জনগণের তরফে জিরানিয়া থানার পুলিশকে জানানো হয়৷ দীর্ঘক্ষণ বাদেও পুলিশ সেখানে পৌঁছেনি৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী৷ জানা যায়, শিশুর মুন্ডুটি রাধাচরণ ঠাকুর পাড়ায় পড়ে থাকতে দেখে ঐ এলাকার জনগণ জিরানিয়া থানার পুলিশকে খবর দেন৷ এটি কে বা কারা এখানে এনে ফেলেছে সে সম্পর্কে রাতে সংবাদ লেখার সময় পর্যন্ত কোন তথ্য মিলেনি৷ আশঙ্কা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে দেহটি অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের খঁুজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
2017-01-10

