BRAKING NEWS

অসমের মন্ত্রিসভা সম্প্রসারণে অন্তর্ভুক্তি ও দফতর ছাঁটাই, শঙ্কায় বিজেপি-সহ শরিকরা

assam-mapগুয়াহাটি, ০৯ জানুয়ারি, (হি.স.) : আসন্ন মাঘ বিহু (মকর সংক্রান্তি)-র পরই অসম মন্ত্রিসভার বহু প্রতীক্ষিত সম্প্রসারণে কোন কোন নতুন মুখ দেখা যাবে তা নিয়ে বিজেপি ছাড়াও শরিক দল অগপ ও বিপিএফ-এর মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। পাশাপাশি অবস্থানরত মন্ত্রীসভায় যে সকল দলের সদস্যরা রয়েছেন তঁদেরও কে কোন দফতর হারাতে পারেন তা নিয়ে শংকায় পড়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন এগারো সদস্যের মন্ত্রিসভায় বিজেপির ছয়, বিপিএফ ও অগর-র দুজন করে মন্ত্রী রয়েছেন। শরিক দল বিপিএফ-এর দুই মন্ত্রী যথাক্রমে প্রমলারানি ব্রহ্মের হাতে বন ও পরিবেশ, ভূমি সংরক্ষণ, সমতল জনজাতি ও পশ্চাদপদ শ্রেণিকল্যাণের মতো গুরুত্বপূর্ণ দফতর রয়েছে এবং রিহন দৈমারির হাতে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রক। ঠিক সেইভাবে অগপ-র দুই মন্ত্রী যথাক্রমে দলের সভাপতি অতুল বরার হাতে কৃষি, উদ্যান-শস্য, পশুপালন ও পশু চিকিৎসা এবং কেশব মহন্তের হাতে রয়েছে জলসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এদিকে বিপিএফ-এর দলভুক্ত সদস্যদের হাত থেকে যেন কোনও দফতর ছাঁটা না-হয় এই শঙ্কায় জবুথবু দল ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কাছে আর্জি জানিয়েছে। তাছাড়া নতুন আরও দুই সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে হবে বলে পূর্বের দাবি থেকে সরে এসে বিপিএফ-প্রধান এবার একজনকে সম্প্রসারিত মন্ত্রিসভায় নিয়ে তাঁর হাতে কমপক্ষে দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিতে দাবি করেছেন বলে এক বিশ্বস্ত সূত্রের খবর। তাছাড়া জোটের অন্য দল অগপ তাদের আরও দুই সদস্যকে সম্প্রসারিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবিতে এখনও অটল থাকলেও বিপিএফ-এর মতো বিদ্যামান মন্ত্রীদের দফতর কর্তন নিয়ে কোনও কথা বলেনি বলে সূত্রের খবর। তবে তাঁরাও শেষ পর্যন্ত দুয়ের পরিবর্তে একে সন্তুষ্ট থাকতে পারেন বলেও জানিয়েছে সূত্রটি। অন্যদিকে, আগপ ও বিপিএফ-এর এ-ধরনের স্থিতিতে খুব একটা স্বস্তিতে নেই বিজেপিভুক্ত মন্ত্রীরাও। কেননা, জোট সদস্যদের দফতর না-ছেঁটে যদি মন্ত্রিসভা সম্প্রসারিত করা হয় তা-হলে তাঁদের অনেকের ঘাড়েই যে সরাসরি কোপ আসতে পারে তা নিশ্চিত বলে মনে করছেন অনেকেই। আর এতে শরিক দলগুলির মন্ত্রীদের গুরুত্ব আরও বেড়ে যাবে বলে ধারণা তাঁদের। তবে শরিকদের এই উদ্ভট দাবি যাতে মুখ্যমন্ত্রী মেনে না-নেন সে-ব্যাপারে দলের কয়েকজন শীর্ষ নেতা তাঁকে পরামর্শ দিয়েছেন বলে বিজেপি-র এক সূত্রের দাবি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ১২৬ আসনের অসম বিধানসভায় এবার বিজেপির একা সদস্য সংখ্যা ৬০। তাদের জোট শরিক অগপ ও বিপিএফ-এর যথাক্রমে ১৪ ও ১২, কংগ্রেস ২৬, এআইইউডিএফ-এর ১৩ এবং নির্দল সদস্য এক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *