BRAKING NEWS

অত্যধিক তুষারপাতে বিপর‌্যস্ত শিমলা, বিপর‌্যস্ত যান চলাচল

fogশিমলা, ৭ জানুয়ারি (হি.স.): শীতের সময় প্রতিবছরই বরফের চাদরে ঢেকে যায় হিমাচল প্রদেশের রাজধানী শিমলা| অন্যথা হল না এ বছরও| প্রবল তুষারপাতে কার‌্যত বিপর‌্যস্ত হয়ে পড়েছে শিমলা ও মানালির জনজীবন| শুক্রবার রাতে এতটাই তুষারপাত হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে| তুষারপাতের কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর‌্যটকরা| শিমলা, কুফরি, নারকান্দা, মাসোব্রার মতো এলাকায় রাস্তা বন্ধ করে দিতে হয়েছে অত্যধিক তুষারপাতের জন্য|
শুধু শিমলা ও মানালি নয়, ঠান্ডায় কাঁপছে হিমাচল প্রদেশের আর এক বিখ্যাত শহর ধরমশালা| শুধু শীতের হিমেল হাওয়া নয়, বরফের চাদরে ঢেকে গিয়েছে ধরমশালাও| শিমলার মতো সেখানেও বিপর‌্যস্ত জনজীবন| অবিরত তুষারপাত হয়ে চলেছে এলাকাজুড়ে| শৈত্যপ্রবাহে কাঁপছে হিমাচলের কেলং, কলপা, লালহুল, স্পিতি, কিন্নর জেলাগুলিও| কুল্লু, মানালিতে তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করছে| এদিকে, প্রবল ঠান্ডার মধ্যেই বৃষ্টিপাতের ভবিষ্যদ্বাণী করেছে আবহাওয়া দফতর| ফলে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

উত্তর ভারতে কুয়াশার দাপট অব্যাহত, বিপর‌্যস্ত রেল ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে কুয়াশার দাপট অব্যাহত| গত কয়েকদিনের মতো শনিবার সকালেও কুয়াশাচ্ছন্ন ছিল উত্তর ভারতের আকাশ| এর ফলে ব্যহত হয়েছে রেল ও বিমান পরিষেবা| এদিন সকালে দেরিতে চলেছে ৭০টি ট্রেন| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় বাতিল করা হয়েছে ৭টি দূরপাল্লার ট্রেন| সময়সূচি পরিবর্তন করা হয়েছে ১৬টি ট্রেনের| উত্তর রেলওয়ে সূত্রের খবর, যে সমস্ত ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, নিউ দিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস, দিল্লি-অমৃতসর শান-ই-পঞ্জাব এক্সপ্রেস, ঝাঋখণ্ড সম্পর্ককান্তি এক্সপ্রেস, বিক্রমশিলা এক্সপ্রেস এবং নিজামউদ্দিন-চেন্নাই সেন্ট্রাল দূরন্ত এক্সপ্রেস| আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার সকাল ৮.৩০ মিনিট পর‌্যন্ত দৃশ্যমানতা ৮০০ মিটার এবং আর্দ্রতা ছিল ১০০ শতাংশ| খারাপ আবহাওয়ার জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন দু’টি আন্তর্জাতিক বিমান দেরিতে ছেড়েছে| বাতিল করা হয়েছে একটি বিমান|
ঘন কুয়াশা তো ছিলই, একইসঙ্গে শনিবার সকালে রাজধানীতে হালকা বৃষ্টিপাতও হয়েছে| আবহবিদরা জানিয়েছেন, সকাল থেকে দিল্লিতে ৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে| এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির নিচে নেমে যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *