BRAKING NEWS

বাজেট পেশ পয়লা ফেব্রুয়ারিই, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): সাধারণ বাজেট পয়লা ফেব্রুয়ারিই পেশ হবে| কারণ, বাজেট পেশ আটকাতে নির্দেশিকা চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর, বিচারপতি এন ভি রামানা এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ‘সময় এলেই মামলা আদালতে উঠবে, এখন নয়|’ উল্লেখ্য, এবার বাজেট প্রায় একমাস এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|
এরই প্রেক্ষিতে বিরোধীদের আশঙ্কা, ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পাঁচ রাজ্যে ভোট| ভোটের ঠিক আগে সাধারণ বাজেট পেশ হলে, ভোট টানতে কল্পতরু ভূমিকা নিতে পারে বিজেপি| বাজেট পেশ আটকাতে নির্দেশিকা চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন আইনজীবী এম এল শর্মা| আবেদনকারীর বক্তব্য ছিল, ভোটের আগে বাজেট পেশ হলে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘিত হতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *