BRAKING NEWS

উত্তরপ্রদেশে বিজেপির পরিবর্তন সমাবেশে জনতার ঢল, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

modiলখনউ, ২ জানুয়ারি (হি.স.) : নোট বাতিলের মেয়াদ শেষে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় জনতার ঢল| আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সোমবার লখনউয়ে বিজেপির মহা পরিবর্তন সমাবেেশ মানুষের ঢলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী| ভিড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশের মানুষের সামনে বিজেপি ছাড়া আর কোনও বিকল্প নেই| তিনি বললেন, এই জমায়েত দেখার পর আর ৱুঝতে অসুবিধা হয় না, এই রাজ্য কারা জিততে চলেছে| লখনউয়ে এ দিন যে সমাবেশে তিনি ভাষণ দিয়েছেন, তত বড় সমাবেশ তিনি আগে কখনও দেখেননি বলেও মোদী এ দিন দাবি করেছেন| এর পর প্রধানমন্ত্রী তীব্র কটাক্ষে বিঁধলেন কংগ্রেস, বসপা এবং সপাকে|
এদিন উত্তরপ্রদেশে বিজেপির তিন প্রধান প্রতিপক্ষ কংগ্রেস, বসপা এবং সপাকেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী | নাম না নিয়ে স্পষ্ট ইঙ্গিতেই আলাদা আলাদা করে বিঁধেছেন তিন দলকে| কংগ্রেস সম্পর্কে মোদীর মন্তব্য, একটা দল তো ছেলেকে শীর্ষ পদে বসানোর চেষ্টায় এখনও সফল হল না| মায়াবতীর বসপা সম্পর্কে মোদীর মন্তব্য, একটা দল নিজেদের কালো টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ছটফট করছে| আর সমাজবাদী পার্টির সাম্প্রতিক ঘরোয়া কোন্দলের প্রতি ইঙ্গিত করে উত্তরপ্রদেশের শাসক দলকে আক্রমণ নরেন্দ্র মোদী | মুলায়ম-অখিলেশকে মোদীর খোঁচা, একটা দলের নিয়ন্ত্রকরা এখন নিজেদের পরিবার বাঁচাতে ব্যস্ত| এর পরেই মোদীর মন্তব্য, এই অবস্থায় উত্তরপ্রদেশের মানুষের সামনে বিজেপিকে বেছে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই|
নোট বাতিলের ঘোষণার ৫০ দিনের সময়সীমা পেরনোর পর হিন্দি বলয়ের এই প্রধান রাজ্যে প্রথম জনসভায় মোদী বলেন, উত্তরপ্রদেশের উন্নয়ন চাইলে ভোট দিন বিজেপিকে| লখনউ অটলজীর কর্মভূমি, এখানে তিনি নিজের ঘাম-রক্ত ঝরিয়েছেন| বিজেপির ভিতও গড়ে দিয়েছেন| উত্তরপ্রদেশের পরিবর্তনের হাওয়া স্পষ্ট বলেও মন্তব্য করেন মোদী| লখনউয়ের জনসভায় মোদী বলেন, বিজেপির ১৪ বছরের নির্বাসন শেষ হওয়ার সময় এসে গিয়েছে|
বিজেপির দাবি, ১০ লাখের বেশি মানুষ এদিনের সমাবেশে এসেছিলেন| পিলপিল করে লোকজন সকাল থেকেই লখনউয়ে ঢুকতে থাকে| লক্ষাধিক ৱুথ স্তরের কর্মীকেও মোদীর সভায় ডেকেছিল বিজেপি | ওই কর্মীদের আসন্ন বিধানসভা ভোটে দলের অনুকূলে জনমত গঠনে কাজে লাগাচ্ছে বিজেপি|
প্রধানমন্ত্রী এ দিন লখনউয়ের সমাবেশের আকার নিয়ে বার বার উচ্ছ্বাস প্রকাশ করেছেন| তিনি বলেন, এত বড় সমাবেশ আমি কোনও দিন দেখিনি, এমনকী ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনও নয়| মোদী আরও জানান, এ দিন সকালে তাঁকে সমাবেশ স্থলের ছবি পাঠানো হয়েছিল| তখনই এত মানুষ সমাবেশ স্থলে পৌঁছে গিয়েছিলেন যে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমার কি দেরি হয়ে গিয়েছেন, সভার সময় হয়ে যায়নি তো? বিরাট সমাবেশের কাছে মোদীর আহ্বান, আমাদের একটা সুযোগ দিন এবং দেখুন সব কেমন বদলে যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *