রাষ্ট্রসঙ্ঘের সহ মহা সচিব হলেন চিলির ফ্রেব্রিও হোশচাইল্ড

unনিউইয়র্ক, ১ জানুয়ারি (হি.স.) : রাষ্ট্রসঙ্ঘের সহ মহা সচিব নিয়ুক্ত হলেন চিলির ফ্রেব্রিও হোশচাইল্ড | দায়িত্ব নিয়ে রবিবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রসঙ্ঘের নতুন মহা সচিব আন্তোনিও গুতেরেস| তিনি এদিন  রাষ্ট্রসঙ্ঘের তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ করলেন | সহ মহা সচিবের পাশাপাশি এদিন রাষ্ট্রসঙ্ঘের ক্যাবিনেট চিফ হিসেবে ব্রাজিলের মারিয়া লুসিয়াকে নিয়োগ করা হয়| সেই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ পরামর্শদাতা হিসেবে তিনি নিয়োগ করেন কোরিয়ার ক্যাং-ওয়া-কু্যইংকে|  প্রসঙ্গত আজ থেকেই বান কি মুনের স্থানে রাষ্ট্রসঙ্ঘের মহা সচিবের দায়িত্বভার গ্রহণ করেছেন পর্তুগালের প্রাক্তন এই প্রধানমন্ত্রী| এর আগে তিনি রাষ্ট্রসঙ্ঘের শরনার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন|