BRAKING NEWS

ফাদার টম উঝুন্নালিলকে উদ্ধারে সব রকম চেষ্টা চলছে, জানালেন বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ইয়েমেনে অপহৃত ফাদার টম উঝুন্নালিলকে উদ্ধারে সব রকম চেষ্টা চলছে| জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) হাতে বন্দি ভারতীয় ধর্মযাজকের বিষয়ে মঙ্গলবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|
জানা গেছে, গত মার্চে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনের বন্দর শহর এডেনে মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটিজ পরিচালিত একটি কেয়ার হোমে হামলা চালায় আইএস জঙ্গিরা| ওই সময় থেকেই নিখোঁজ হয়ে যান ফাদার টম| সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় কেরালার এই ধর্মযাজক ভারত সরকার ও পোপ ফ্রান্সিসের কাছে তাঁকে উদ্ধারের আর্জি জানান|
বিদেশমন্ত্রী বলেছেন, তিনি ফাদার টমের ভিডিওটি দেখেছেন| তিনি একজন ভারতীয় এবং যেকোনও ভারতীয়রই মূল্যবান জীবন রক্ষায় সচেষ্টা সরকার| এরই পরিপ্রেক্ষিতে স্বরাজ জুডিথ ডিসুজার কথা উল্লেখ্য করে বলেন, যেভাবে আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজা ও ফাদার আলেক্স প্রেম কুমারকে মুক্ত করা হয়েছিল সেভাবেই ফাদার টমকেও উদ্ধারের চেষ্টা চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *