BRAKING NEWS

রাজধানীর একটি সোনার দোকান থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর

income-tax-department-logoনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলের জেরে আয়কর দফতরের হানায় নাজেহাল কালো বাজারীরা| বৃহস্পতিবার রাজধানীর একটি সোনার দোকান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নতুন নোট| আয়কর দফতর জানিয়েছে, টাকার পরিমাণ ত্রিশ লক্ষ টাকা| এরমধ্যে অধিকাংশ নতুন নোট থাকলেও বেশ কিছু পুরনো নোটও উদ্ধার করা হয়েছে| আয়কর দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে নানাভাবে টাকা বদলাচ্ছে কালো বাজারিরা| কখনও হাওয়ালার মাধ্যমে আবার কখনও একাংশ ব্যাংক কর্মীদের প্রত্যক্ষ মদতে| সেইমত নোট বাতিলের ঘোষণার পর থেকে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে| সেই অভিযানেই ধরা পড়ছে একের পর এক কালো বাজারির গুপ্তধন| এদিনও একটি অভিযানে করোলবাগ এলাকার এক সোনার দোকান থেকে কালো টাকা উদ্ধার করা হয়েছে| দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| আগামীদিনে এই অভিযান চলবে বলেও জানিয়েছেন আয়কর দফতরের ওই আধিকারিক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *