BRAKING NEWS

হই হট্টগোলে পণ্ড সংসদের অধিবেশন, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

narendra-modiনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): বিরোধী হই হট্টগোলের কারণে তপ্ত সংসদ| এই পরিস্থিতিতে সংসদে কী কৌশল নেবে কেন্দ্রীয় সরকার, তা ঠিক করতে শুক্রবার সকালে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার, বেঙ্কাইয়া নাইডু প্রমুখরা| গত ৱুধবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন| কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে উত্তাল দুই কক্ষই| প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে দাবি জানিয়ে বিক্ষোভ দেখান বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা|
নোট বাতিল ইসু্য নিয়ে শুক্রবারও উত্তাল হয় সংসদ| বিরোধী হই হট্টগোলের জেরে প্রথমে সাড়ে ১১টা, পরে ১২টা পর‌্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন| অন্যদিকে, নিম্নকক্ষ লোকসভা মুলতুবি হয়ে যায় আগামী সোমবার পর‌্যন্ত| অধিবেশন শুরুর আগে এদিন গান্ধীমূর্তির পাদদেশে থালা-বাটি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা| ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদরা স্লোগান দেন, ‘কতার মে খড়ে হিন্দুস্তান, মোদী গয়া জাপান|’ গত দু’দিনের মতো এদিনও সংসদের ভিতরের ছবিটা ছিল তপ্ত| তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘নোট বাতিল ইসু্যতে বিরোধীরা একজোট| কাজেই এই নিয়েই সংসদে আলোচনা চাই| নয়তো সংসদের কাজ চলতে দেওয়া হবে না|’ শুধু তৃণমূলই নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *