BRAKING NEWS

কালোটাকার উপর এই সার্জিক্যাল স্ট্রাইক করা সহজ ব্যাপার ছিল না : কোহলি

virat-kohli-copyবিশাখাপাটনাম, ১৬ নভেম্বর (হি.স.) : বড় নোট বাতিল ইসু্যতে সরগরম রাজধানীর রাজনীতি| আম জনতা আজও নিজের কাছে নতুন নোট পেতে ছুটছেন ব্যাঙ্ক ও এটিএম| তবে রাজনৈতিক দলগুলির কেউ সরব হয়েছেন সংসদে তো কেউ ছুটেছেন রাষ্ট্রপতির কাছে| এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে সেলাম জানালেন ভারতের টেস্ট ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি| ৱুধবার কোহলি জানালেন, তিনি দেশের সাম্প্রতিক রাজনীতিতে এমন ঘটনা তিনি দেখেননি| কালোটাকার উপর এই সার্জিক্যাল স্ট্রাইক করা সহজ ব্যাপার ছিল না| প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে দারুণ বলে মেনে নিলেন বিরাটও|
আজ সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, সাম্প্রতিক ভারতীয় রাজনীতি এমন সিদ্ধান্ত দেখিনি| সেলাম, সত্যি অবাক হয়েছি| নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক সীমান্তে সার্জিক্যাল অ্যাটাক ছিল প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত| এবার কালোটাকা বের করতে এমন সিদ্ধান্ত| যা নিমেষে বদলে দেয় সব সমীকরণ|
৮ নভেম্বর রাতে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী| তখন রাজকোটে টেস্ট খেলছে টিম ইন্ডিয়া| টিম হোটেলে কোনও একটা বিষয়ে টাকা দিতে গিয়ে গুলিয়ে ফেলেন কোহলিও| ৮ নভেম্বর মধ্যরাত থেকে যে ৫০০ ও ১০০০ টাকার নোট অচল হয়ে গেছে, খেয়াল ছিল না| সেই ঘটনার কথা স্বীকার করেন কোহলি| তিনি বলেন, রাজকোটে হোটেলের বিল মেটাতে গেছিলাম| ভুলে গেছিলাম, পুরনো নোট নিয়েই সেই বিল মেটাতে যাই| কিন্তু একেবারে ভুলে গেছিলাম, যে সেগুলো অচল হয়ে গেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *