BRAKING NEWS

সাধারণ মানুষকে অবিশ্বাস করে কেন্দ্র, ক্ষোভ মমতার

mamata bannerjeeকলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): একই ব্যক্তি যাতে বারবার টাকা জমা দিতে না পারেন, তা রুখতে সাধারণ মানুষের আঙুলে কালি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র| মোদী সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তৃণমূল নেত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে অবিশ্বাস করে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে|
একই ব্যক্তি বারবার ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে পুরনো নোট বদলে কালো টাকা সাদা করার চেষ্টা করছে| এই প্রবণতা রুখতে মঙ্গলবার থেকে টাকা বদলের সময়ে গ্রাহকদের আঙুলে কালি লাগিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার| কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার কিছু পরেই টুইট করেন মমতা| টুইটারে এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ‘নিজেদের ব্ল্যাক মেকানিজম শুরু করার মরিয়া চেষ্টা করে কেন্দ্রীয় সরকার ৱুঝিয়ে দিল যে তারা সাধারণ মানুষকে অবিশ্বাস করে|’ এখানেই শেষ নয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের মতামতও জানতে চেয়েছেন মমতা| তৃণমূল নেত্রীর টুইট, ‘আগামী ১৯ নভেম্বর উপনির্বাচন রয়েছে| সম্ভাব্য ভোটারদের হাতে এভাবে আগে থেকে কালি লাগানো নিয়ে নির্বাচন কমিশন কী বলবে?’
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের দু’টি লোকসভা এবং একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে| মুখ্যমন্ত্রীর আশঙ্কা, আগে থেকে এই এলাকার ভোটারদের হাতে টাকা বদলানোর জন্য কালি লাগানো থাকলে ভোট দেওয়া নিয়ে জটিলতা দেখা দিতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *