BRAKING NEWS

চীনের প্রতি দরদ দেখিয়ে বিজন ধরের অভিযোগ বিজেপি ও তৃণমূল আমেরিকার দালাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ রবিবার কৈলাসহর টাউন হলে কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর কংগ্রেস, বিজেপি তৃণমূল কংগ্রেস ও আইপিএফটি দলের তীব্র সমালোচনা করেন৷

সিপিআইএম কৈলাসহর বিভাগীয় সম্মেলনে রাজ্য সম্পাদক বিজন ধর বিরোধী দলগুলির কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ দলীয় ক্ষুদ্র একটি অংশও বিভ্রান্ত হয়ে তাদের ফাঁদে পা দিচ্ছেন বলে তিনি স্বীকার করেন৷ এসব বিষয়ে সকলকে সতর্ক থাকতে তিনি আহ্বান জানান৷ কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস ও আইপিএফটির টোপে বিভ্রান্ত  না হতে তিনি আহ্বান জানিয়েছেন৷ বিজেপি, তৃণমূল কংগ্রেসকে আমেরিকার দালাল বলে আখ্যায়িত করেন বিজনবাবু৷ তারা আগ্রাসী৷  তারা যুদ্ধবাজ৷ তারা হিরোসিমায়, নাগাসাকীতে বোমা ফাটিয়েছে৷ তারা বিশেষ করে চীন, রাশিয়া  গ্রাস করার জন্য তৎপরতা চালাচ্ছে৷ উন্নয়নশীল দেশগুলির অর্থ ও প্রাকৃতিক সম্পদ লুন্ঠন করে নিয়ে যাচ্ছে৷ এর বিকল্প হিসেবে চীন প্রথম থেকেই বলে আসছে নিজেদের বাজার তৈরি কর৷

রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবেই দ্রব্যমূল্য রোধে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় দপ্তরগুলিতে শূন্যপদ পূরণ, কৈলাসহর বিমান বন্দর পুনরায় করা সহ দশ দফা দাবিতে কৈলাসহর টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷  সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা কমিটির সম্পাদক বিজয় রায়, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ কর প্রমুখ৷

প্রসঙ্গত, বিজনধরের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ ইদানিং সিপিএমের নেতৃত্বরা চিনের প্রতি একটু বেশীই দরদ প্রদর্শন করে আসছেন৷ দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারও সদ্য গোয়াতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে চিনের প্রধানমন্ত্রী বক্তব্যের সমর্থনে সওয়াল করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *