নির্যাতিতা গৃহবধূর বাপের বাড়ির লোকদের আক্রমণে গুরুতর আহত শ্বশুর ও শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ নির্যাতিতা গৃহবধূর এবং তার বাপের বাড়ির লোকজনদের আক্রমণে RAPE VICTIMগুরুতরভাবে জখম হলেন শ্বশুর শাশুড়ি৷ ঘটনা সোনামুড়ার রবীন্দ্রনগরে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ আদালতে হাজিরা দিতে আসার পথে বাদি পক্ষের আক্রমণের শিকার দুই আসামী৷ লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তরা৷ এলাকাবাসীর তৎপরতায় প্রাণ রক্ষা পায় তাদের৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা প্রায় ১০ টায় সোনামুড়ার রবীন্দ্রনগর এলাকায়৷ গত প্রায় মাস খানেক আগে শ্বশুর সিরাজুল ইসলাম ও শাশুড়ি মনি বেগমের বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের মামলা করেছিল তাদেরই পুত্রবধূ সিরিনা আখতার৷ বর্তমানে দুই অভিযুক্তই আদালতের নির্দেশে জামিনে মুক্ত৷ বৃহস্পতিবার এই দম্পতি সোনামুড়া আদালতে হাজিরা দিতে আসছিলেন৷রবীন্দ্রনগর এলাকায় আসতেই তাদের গাড়ির গতিরোধ করে মামলাটির বাদি সিরিনা আখতার, বাবা আলকাস মিয়া, জেঠু সুলতান মিয়া ও মা জাহেরা খাতুন৷ অভিযোগ গাড়ি চালকের গলায় ছুড়ি দেখিয়ে দম্পতিকে গাড়ি থেকে নামিয়ে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করে বাদিপক্ষ৷ স্থানীয় মানুষ এগিয়ে তাদের প্রাণে রক্ষা করলেও চরম আহত অবস্থায় বর্তমানে সোনামুড়া হাসপাতালে চিকিৎসাধীন ঐ দম্পতি৷ ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ আক্রান্তরা সোনামুড়া থানায় মামলা লিপিবদ্ধ করেছে৷ পৃথক ভাবে আক্রমণকারীদের নামধাম দিয়ে মামলা রুজু করেছে গাড়ির চালক৷ এ ধরনের ঘটনা এই প্রথম৷