ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.) : ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী mosquitমমতা বন্দ্যোপাধ্যায়| চিকিত্সায় গাফিলতি কোনওভাবে বরদাস্ত করা হবে না| বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ডেঙ্গি নিয়ে বলতে গিয়ে সোমবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পাশাপাশি তিনি বলেন, ডেঙ্গির প্রাদুর্ভাব অন্যবারের তুলনায় এবারে বেশি| তার জন্য সবাইকে সচেতন হতে হবে| বাংলা স্বাস্থ্যে এক নম্বর| তবে মৃতু্যর ঘটনা দুর্ভাগ্যজনক|

পাশাপাশি তিনি জানান, ডেঙ্গি নিয়ে স্কুল, কলেজ সর্বত্র সচেতন করা হয়েছে| পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে বলা হয়েছে পৌর এলাকাগুলি ভালো করে মনিটরিংয়ের জন্য| বিশেষ করে শ্রীরামপুর, বিধাননগর পৌর এলাকাগুলিকে ভালো করে দেখাশোনা করতে বলা হয়েছে| এছাড়া হুগলী ও উত্তর ২৪ পরগনা এলাকায় আরও সাবধানে থাকতে হবে| এরপর থেকে এই দুটি জেলায় মোকাবিলা করতে হবে প্রথম থেকে| সোমবার থেকে ৫ সেপ্টেম্বর পর‌্যন্ত ব্লকে ব্লকে ডেঙ্গি নিয়ে সচেতনতা গড়ে তোলার নির্দেশও দিয়েছেন তিনি| পাশাপাশি জানান, ৪১টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠলেও এখনও পর‌্যন্ত ৩০টায় কাজ হচ্ছে| চিকিসক যে পর‌্যাপ্ত পরিমাণে নেই তাও স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী| ডেঙ্গি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার মধ্যে বাগবিতন্ডা হয় বিধানসভা কক্ষে| আবদুল মান্নান বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিন একজন মানুষও বিনা চিকিত্সায় মারা যাবে না| মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন| কিন্তু উনি বললে আমি মেনে নিতে বাধ্য নই| এদিকে কংগ্রেস নেতা মানস ভুঁইঞা ডেঙ্গি নিয়ে ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *