ধর্ষণ শেষে গাড়ি থেকে ছঁুড়ে ফেলা হল যুবতীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ আগরতলা বিমান বন্দর ভিআইপি রোডে লিচু বাগান এলাকায় চলন্ত গাড়ি থেকে rapelogoছুড়ে ফেলে দিয়ে এক যুবতীকে রক্তাক্ত করেছে দুই বন্ধুরূপী যুবক৷ নিউক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ আহত যুবতীকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করেছে৷
ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ লিচু বাগান এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় এক যুবতীকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করেছে৷ জানা যায়, যুবতীটির বাড়ি সিমনার পঞ্চবটী এলাকায়৷ বন্ধুরূপী দুই যুবক যুবতীকে তুলে এনে শারীরিক সম্পর্ক করে লিচু বাগান এলাকায় ফেলে দিয়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছে৷ যুবতীটির জবানবন্দী অনুযায়ী পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷ অভিযুক্ত দুই যুবকের নামধাম জানা যায়নি৷ যুবতীটি তাদেরকে ভালোভাবে চিনে না বলে জানিয়েছে৷
এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঐ যুবতীর অভিভাবকদের সথে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে৷ ঐ যুবতীটি যদি চিনেই না থাকে ঐ দুই যুবককে তাহলে কেনই বা তাদের সঙ্গে এল?