ব্যর্থ প্রেমের জ্বালায় কল্যাণপুরে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২০ আগষ্ট৷৷ ব্যর্থ প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে৷ তার love-clipart-clip-art-love-clipartনাম বিপুল ত্রিপুরা৷ বাড়ি কল্যানপুর থানাধীন রজনী সর্দার পাড়া৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
কল্যানপুর থানা এলাকার রজনী সদ্ধার পাড়ার বিক্রমরাজ ত্রিপুরার পুত্র বিপুল ত্রিপুরা প্রতিবেশী এক যুবতীকে ভালবাসত৷ ইতিমধ্যেই অপর এক যুবকের সঙ্গে যুবতীটির সামাজিক ভাবে বিয়ের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে গেছে৷ বিষয়টি বিপুল তার মা বাবাকে জানায়৷ কিন্তু তার পরিবারের লোকজন তাতে সায় দেননি৷ তাতে ক্ষোভে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছে বিপুল ত্রিপুরা নামে ওই যুবক৷ তাকে প্রথমে কল্যানপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতলে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় জি বি হাসপাতালে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷