BRAKING NEWS

হেজামারায় সিপিএমের বুথ ভষ্মিভুত, রাজনৈতিক পারদ চড়ছে

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ হেজামারা ব্লকে দাসের ঘাট এলাকায় সিপিএমের বুথ অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এই বিষয়ে সিধাই থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এই নাশকতার সাথে জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি৷ ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে৷ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷
সংবাদে প্রকাশ শনিবার রাতে কোন এক সময় সিপিএমের বুথ অফিসে আগুন ধরিয়ে দেয় দুসৃকতিরা৷ সিপিএমের পক্ষ থেকে সিধাই থানায় মামলা দায়ের করা হয়েছে৷ সিপিএমের স্থানীয় নেতারা এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছেন৷ তাদের অভিযোগ, আইপিএফটির কর্মীরা বুথ অফিসটি পুড়িয়ে দিয়েছে৷ যদিও তাদের এই অভিযোগ খন্ডন করেছে আইপিএফটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেজামারা দাসের ঘাট এলাকায় বিশাল সংখ্যায় পুলিস ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷
বুথ অফিসে আগুন দেখে স্থানীয় মানুষ চিৎকার চেচামেচি শুরু করে৷ আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী৷ দমকল বাহিনী ঘটনাস্থলে যাওয়ার আগেই বুথ অফিসটি ভষ্মিভূত হয়ে যায়৷ পুলিশ ও দমকল বাহিনী সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে৷ পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের উদ্দেশ্যে গালাগাল্য দিয়েছে৷
রবিবার সকালে পরিস্থিতি আরও অগ্ণিগর্ভ হয়ে উঠে৷ সিপিএমের স্থানীয় নেতারা সরাসরি অভিযোগ করেছেন অগ্ণিকান্ডের ঘটনার সাথে আইপিএফটির দিকে৷ তাদের অভিযোগ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার জন্যই আইপিএফটি এই নাশকতা করেছে৷ এদিকে, আইপিএফটির অভিযোগ, সিপিএমের কর্মীরা নিজেদের বুথ অফিসে আগুন ধরিয়ে দেয়৷ ঘটনাকে পুরোপুরি রাজনৈতিক মোড় দেওয়ার জন্য আইপিএফটিকে দোষারোপ করা হচ্ছে৷ আইপিএফটি এই ধরনের নোংরা রাজনীতি থেকে বরাবরই বিরত থাকে বলে দলের নেতারা মন্তব্য করেছেন৷ এদিকে, ঘটনার পর গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরদ তুঙ্গে উঠে৷ আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় সেজন্য পুলিশের পদস্থ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেন৷ এদিন, দুপুরে স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মহকুমা পুলিশ অফিসার৷ বৈঠকে ছিলেন সিপিএম, আইপিএফটি, কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের প্রতিনিধিরা৷ প্রসঙ্গত, আগামী ২৩ আগষ্ট এডিসির সিমনা তমাকারি ক্ষেত্রের উপনির্বাচন হতে চলেছে৷ তার আগে এই ধরনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে সংশ্লিষ্ট এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *