BRAKING NEWS

টাক্কালের কোপে পাহাড়ে ঝড়ে পড়ছে জোড়া পাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ২০১৮ এর বিধানসভা নির্বাচনেক সামনে রেখে পাহাড়ে সংগঠনকে শক্তিশালী করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পৃথক রাজ্যের দাবীদার টাক্কাল চিহ্ণের দল আইপিএফটি৷ এই দলের ‘কোপে’ ঝড়ে পড়ছে বাম বিরোধী অন্যতম উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল জোড়া পাতা প্রতীকের আইএনপিটি৷
এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের উপনির্বাচনের আগে রবিবার দুই ভিলেজ কমিটির ৮জন নির্বাচিত সদস্য সহ ৫৫ জন আইপিএফটি দলে যোগদান করেন৷ হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের স্বাগত জানান আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
রাজ্যের উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন আইএনপিটি দলের ভাঙ্গন অব্যাহত রয়েছে৷ রবিবার দুই ভিলেজ কমিটির আইএনপিটির ৮ জন নির্বাচিত সদস্য সহ ৫৫জন কর্মী সমর্থক আইএনপিটি দলে যোগদান করেন৷ রবিবার শহরের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা এই সংবাদ জানান৷ শ্রী দেববর্মা আরো জানান, এর ফলে আইপিএফটি দল আরো সংগঠিত হল৷ সাংবাদিক সম্মেলনে নবাগতদের পরিচিতি দিয়ে আইপিএফটি দলের সহকারী সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা জানান গঙ্গানগর আরডি ব্লকের গন্নমনি এডিসি ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য অমিরু রিয়াং, দলকুমার ত্রিপুরা, শান্তি রিয়াং এবং দলরাম রিয়াং সহ ৪৫ জন আইএনপিটি সদস্য আইপিএফটি দলে যোগদান করেন৷ এছাড়া ডম্বুরনগর আরডি ব্লকের ধলাঝরী এডিসি ভিলেজ কমিটির সুথরাই রিয়াং, রতন কুমার চাকমা, বিক্রম জয়রিয়াং এবং অলিকুমার রিয়াং সহ ১০ জন আইএনপিটি সদস্যও আইপিএফটি দলে যোগদান করেন বলেও আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদক রাজেশ্বর দেববর্মা জানিয়েছেন৷ সম্প্রতি খুমুলুঙয়ে অনুষ্ঠিত জিএমপির কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য জনসভায় আইপিএফটি সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা৷ শ্রী দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় ভাঙ্গা রেকর্ডই বাজিয়েছেন৷ এতে আইপিএফটি দলই লাভবান হবে৷ এডিসির সিমনা তমাকারী উপনির্বাচনের আগে আরো ভাঙন আইএনপিটি৷ দুই ভিলেজ কমিটির ৮ নির্বাচিত সদস্য সহ আইপিএফটিতে যোগ দিলেন ৫৫ জন সদস্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *