নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ সম্পত্তি কর নিয়ে পুর নিগমের জারি করা বিজ্ঞপ্তিতে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে৷ ফলে, জনমনে এই বিজ্ঞপ্তিকে ঘিরে বিভ্রান্তিও ছড়িয়েছে৷ প্রদেশ কংগ্রেস পুর নিগমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সংশোধিত নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানিয়েছে৷ নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩ আগস্ট জনসভার মঞ্চে বন্ধের ডাক দেবে বলেও প্রদেশ কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা গোপাল রায় পুর নিগমের সম্পত্তি কর নিয়ে বিজ্ঞপ্তিতে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন৷ এরই পাশাপাশি এই বিজ্ঞপ্তি আগামী ২ আগস্টের মধ্যে প্রত্যাহার করে সংশোধিত আকারে প্রকাশ করার সময়সীমা বেঁধে দেন৷ দাবি পূরণ না হলে আগামী ৩ আগস্ট আগরতলায় কংগ্রেসের যে জনসভা অনুষ্ঠিত হবে সেই মঞ্চ থেকে সম্পত্তি করের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷
এদিন সাংবাদিক সম্মেলনে গোপালবাবু বলেন, পুর নিগম সম্পত্তি কর নিয়ে মর্জিমাফিক বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিরোধী রাজনৈতিক দল এবং সিটিজেন ফোরামের সাথে কোন আলোচনা না করেই পুর নিগম আগরতলাবাসীর জন্য সম্পত্তি কর নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ ২০০৪ সালে যে বিল্ডিং রুলস ছিল তা সংশোধন করেছে পুর নিগম৷ অথচ এই সংশোধনের আগে সর্বদলীয় কোন বৈঠক ডাকেনি নিগম৷ স্বাভাবিকভাবেই পুর নিগমের এই সিদ্ধান্ত আগরতলাবাসীর স্বার্থ সংশ্লিষ্ট কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ পাশাপাশি দাবি করেন, বিজ্ঞপ্তি অনুসারে সম্পত্তি কর আগরতলাবাসীকে দিতে হলে এই করের হার মারাত্মক বৃদ্ধি পাবে৷ কারণ, বিজ্ঞপ্তিতে কত শতাংশ কর আদায় করা হবে সেই বিষয়ে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে৷
এদিন তিনি, পুর নিগম খুবই কৌশলে জমির জন্যও কর দিতে হবে এই পরিকল্পনাটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে৷ অবশ্য এখনো সে বিষয়ে পুর নিগম কোন সিদ্ধান্ত নেয়নি৷ আগামী ১৮ আগস্ট পর্যন্ত আগরতলাবাসীর এই বিজ্ঞপ্তির বিষয়ে মতামত জানানোর সময়সীমা দিয়েছে পুর নিগম৷ কিন্তু জমির জন্য আলাদাভাবে কেন কর দিতে হবে এদিন গোপালবাবু সেই প্রশ্ণ তুলেছেন৷ জমির জন্য খাজনা রাজস্ব দপ্তরকে আলাদাভাবে দেওয়া হয়৷ কিন্তু পুর নিগম সম্পত্তি করের নাম করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে জমির জন্যও আলাদাভাবে করের বিষয়টি রাখা হয়েছে৷
ফলে, এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সিটিজেন ফোরামকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকে সংশোধিত বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু স্থির করতে হবে বলে প্রদেশ কংগ্রেস দাবি জানিয়েছে৷ এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, পুর নিগমের এই বিজ্ঞপ্তিতে আগরতলাবাসী বিভ্রান্ত হয়েছেন৷ তাতে গত কয়েকদিনে আগরতলায় প্রতিবাদের ঝড় বইয়ে গেছে৷ এজন্য পুর নিগমকে প্রদেশ কংগ্রেসের দাবি মেনে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সংশোধিত আকারে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে৷ অন্যথা, প্রদেশ কংগ্রেস ত্রিপুরা বন্ধের ডাক দেবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷
2016-07-29