BRAKING NEWS

এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের উপনির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে, প্রার্থী ঘোষণা বামফ্রন্ট ও আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে৷ সংশ্লিষ্ট কেন্দ্রে রাজনৈতিক দলগুলি প্রচারাভিযান শুরু করেছে৷ এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম এবং আইপিএপটি৷ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ১৩ সিমনা তমাকারী ভিলেজের শূন্য আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ সিপিএম মনোনীত বামফ্রন্ট প্রার্থী কুমোদ দেববর্মা ঐ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ রবিবার বামফ্রন্টের এক বৈঠকের পর সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
এডিসি সদস্য রণবীর দেববর্মার মৃত্যুর পর শূন্য হয়ে পড়েছিল ১৩ সিমনা তমাকারি ভিলেজটি৷ শনিবার রাজ্য নির্বাচন কমিশন ঐ কেন্দ্রে নির্বাচন ঘোষণা করে৷ ২৩ আগস্ট ঐ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন৷ আর এই উপনির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী হচ্ছেন কুমোদ দেববর্মা৷ আজ বামফ্রন্টের এক সভায় কুমোদ দেববর্মার নাম ঘোষণা করা হয়৷ এরপর মেলারমাঠে সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তার নাম ঘোষণা করেন বামফ্রন্টের পক্ষে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
66এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর জাতীয় সড়কের সমস্যা নিয়ে সরব হন৷ দীর্ঘ আড়াইমাস যাবত আসামের লোয়ারপোয়ায় জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ে আছে৷ কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার এব্যাপারে কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন বিজন ধর৷ শনিবার জাতীয় সড়কে বাঁশ ফেলে গাড়ি পারাপার শুরু করলে তাতেও সফলতা আসেনি৷ যা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলও অসন্তোষ প্রকাশ করেছে৷ এদিন বামফ্রন্টের সভা থেকে জাতীয় সড়ক সংস্কারের জন্য দাবি জানানো হয়৷
প্রার্থী ঘোষণার পরই উপনির্বাচন নিয়ে দলীয় রণকৌশল শুরু হয়ে গেছে৷ ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন৷ ২৬ আগস্ট হবে গণনা৷ এদিন সাংবাদিক সম্মেলনে সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপিআই’র রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷
এদিকে, সিমনা তমাকারী এডিসি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে৷ শাসক দল সিপিআইএমের পর আইপিএফটি দলও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ এই কেন্দ্রের উপনির্বাচনে আইপিএফটির প্রার্থী হচ্ছেন মঙ্গল দেববর্মা৷
11আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে এডিসির সিমনা তমাকারী আসনের উপনির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা শুরু হয়েছে৷ আইপিএফটি দল রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঙ্গল দেববর্মা৷ গত নির্বাচনে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আইপিএপটি প্রার্থীকে মাত্র ৫০৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছিল৷ স্বাভাবিক কারণেই এই আসনের উপনির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে৷ আইপিএপটি সভাপতি এনসি দেববর্মা রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিমনা তমাকারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন৷ গত নির্বাচনের বিজিত প্রার্থী মঙ্গল দেববর্মাকেই এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে৷
গত নির্বাচনে আইপিএফটি প্রার্থী মঙ্গল দেববর্মা ৫০৯ ভোটে সিপিমে প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন৷ উপনির্বাচনে আইপিএফটি প্রার্থীকে জয়ী করার জন্য বাম বিরোধী সবকটি দলের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন আইপিএফটি সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *