BRAKING NEWS

ফের নোটিশ পাঠানো হবে দলত্যাগী বিধায়কদের

TLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৫ জুলাই৷৷ কংগ্রেসত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার স্বপক্ষে নতুন করে আর কোন তথ্য ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দেননি পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ এবিষয়ে তিনি জানান, অধ্যক্ষের কাছে দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার যে দস্তাবেজ জমা দেওয়া হয়েছিল এর বাইরে আর কোন কিছু দেওয়ার নেই৷ এদিকে, এনিয়ে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, পিসিসি সভাপতি কংগ্রেসত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার যে দাবি জানিয়েছেন, সে বিষয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হবে৷ প্রত্যেককেই এবিষয়ে নোটিশ পাঠানো হবে৷ প্রয়োজনে তারা আলাদাভাবে অথবা একত্রিত হয়ে লিখিত আকারে বক্তব্য জানাতে পারেন৷ তবে, বিধায়ক পদ খারিজ নিয়ে কংগ্রেসত্যাগী বিধায়করা কোন বক্তব্য পেশ করবেন কিনা তা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে৷ এদিন অধ্যক্ষ আরো জানান, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে৷ কংগ্রেসত্যাগী বিধায়কদের বক্তব্য পেশ করার জন্য আইন অনুযায়ী সময় দেওয়া হবে৷ এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে এদিন তিনি জানিয়েছেন, আগামী বিধানসভা অধিবেশনের আগেই এই ইস্যুতে সিদ্ধান্ত কার্যকর হবে৷ ফলে, কংগ্রেসত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করা নিয়ে জটিলতা আরো কিছুদিন জিইয়ে থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *