BRAKING NEWS

সৌদির জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, মৃতু্য সন্দেহভাজন জঙ্গির

bomb blastরিয়াধ, ৪ জুলাই (হি.স.): সৌদি আরবের জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল এক সন্দেহভাজন জঙ্গি| এই ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন, মৃতু্য হয়েছে ওই জঙ্গির| সৌদির অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার দূতাবাসের সামনে একটি হাসপাতালের গাড়ি পার্কিং-এর জায়গায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তা কর্মীরা তার দিকে এগিয়ে যায়| তখনই আত্মঘাতী পোষাকে বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি| ঘটিনাস্থলেই মৃতু্য হয়েছে তার| আহত হয়েছেন দুই নিরাপত্তা কর্মী| দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িরও ক্ষতি হয়েছে| বিস্ফোরণের পরই দূতাবাসের অধিকাংশ কর্মীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে| মার্কিন দূতাবাসে হামলা চালানোই ওই জঙ্গির উদ্দেশ্য ছিল কীনা তা তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মনসুর আল তুর্কি|
মার্কিন স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার‌্যক্রম ঠিক করা হবে| এর আগে, ২০০৪ সালে জেদ্দায় মার্কিন দূতাবাসে আল কায়দা হামলায় ৫ জন স্থানীয় দূতাবাস কর্মীর মৃতু্য হয়, মারা পড়ে ৪ জঙ্গি| সাম্প্রতিককালে আইএস গোষ্ঠীর বেশ কয়েকটি হামলার নিশানা হয়েছে এই সৌদি আরব| গত মাসে সৌদি অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, শেষ দু বছরে সে দেশে ২৬টি জঙ্গি হানা ঘটেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *