BRAKING NEWS

জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্পে রাজ্যের বরাদ্দ অর্থ ক্রমশ কমিয়ে দিচ্ছে কেন্দ্র ঃ রতন ভৌমিক

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্পে রাজ্যের বরাদ্দ অর্থ ক্রমশ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক বলেন, গত বছর যেখানে এই প্রকল্পে ৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবছর রাজ্য পাবে মাত্র ২৬ কোটি টাকা৷ এই নমুনা গত কয়েক বছর ধরেই চলছে৷ বছর বছর কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বরাদ্দ অর্থ কমিয়ে দিচ্ছে৷ শ্রী ভৌমিক বলেন, আগে ৮০-১০০ কোটি টাকা পর্যন্ত পাওয়া গেছে এই প্রকল্পে৷ অথচ এবছরমাত্র ২৬ কোটি টাকা পাওয়া যাবে৷ এর মধ্যে এখন পর্যন্ত ১৩ কোটি ২৫ লক্ষ ৫ হাজার টাকা পাওয়া গেছে৷ বাকি টাকা কবে নাগাদ মিলবে সে বিষয়ে নিশ্চিতভাবে শ্রীভৌমিক কিছু জানাতে পারেননি৷
মূলত, গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়৷ কিন্তু গত ক’বছর ধরে ক্রমাগত এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার কি কারণে অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছে সে বিষয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি৷ তবে, তিনি জানিয়েছেন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে পানীয় জলের সম্প্রসারণে ২৭ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে৷ আগামীদিনে গোটা রাজ্যে যে সমস্ত এলাকায় জলের স্তর পাওয়া যাবে সেখানে পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷
এদিন, তিনি জানান, এখন পর্যন্ত সারা রাজ্যে ৫ হাজার ৪৮টি পাড়ায় পুরোপুরি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে৷ ৩৬৭৫ টি পাড়ায় আংশিকভাবে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, শহর আগরতলায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৬টি ট্রিটম্যান্ট প্ল্যান্টের কাজ চলছে৷ এছাড়া ডিপটিউবওয়েলেরও কাজ চলছে৷ ইতিমধ্যে ১০৯টি ডিপটিউবওয়েল চালু হয়ে গেছে৷ এবং নতুন আরো ৯৯টি খুব শীঘ্রই চালু হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *