নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ জাতীয় সড়কের বিভিন্ন বিষয় নিয়ে সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হবে নয়াদিল্লীতে৷ তাতে দেশের বিভিন্ন রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকাররা জাতীয় সড়ক মন্ত্রকের সচিব সঞ্জয় মিত্রের সাথে বৈঠকে মিলিত হবেন৷ দেশের বিভিন্ন প্রান্তের জাতীয় সড়গুলির সার্বিক পরিস্থিতির নিরিখে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে আসামা আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশটি৷ স্বাভাবিক ভাবেই ঐ বৈঠকে রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার বিষয়টি নিয়ে সরব হবেন৷ তবে, এর আগে আসাম সরকারের পূর্ত দপ্তরের প্রতিনিধিরা এই বিষয়ে কী বক্তব্য রাখেন সেদিকে নজর রাখবেন ত্রিপুরার পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার৷ জানা গিয়েছে, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সোমেষ দাস এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার সুব্রত বনিক ঐ বৈঠকে যোগ দেবেন৷
আসাম আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশের সংস্কারের জন্য জরুরী ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ২৮ কোটি টাকা মঞ্জুর করেছে৷ আসামের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তাহ খানেকের মধ্যে লোয়ারপোয়ায় রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়ে যাবে৷ ফলে, দিল্লীতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে আসাম সরকারের পূর্ত দপ্তরের আধিকারীকরা কী তথ্য দেন তার উপর ভিত্তি করেই ত্রিপুরার পূর্ত দপ্তরের আধিকারীরকার সরব হবেন৷
এদিকে, ফেণী ব্রিজ নির্মাণ নিয়েও বৈঠকে আলোচনা করবেন পূর্ত দপ্তরের আধিকারীকরা৷ ইতিমধ্যে ডিপিআর জমা দেওয়া হয়েছে৷ ফলে, ডিপিআর অনুমোদনের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রকের সচিবের সাথে আলোচনা হবে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ এরই পাশাপাশি রাজ্যে বিভিন্ন জাতীয় সড়ক এবং সড়ক নির্মাণ প্রকল্পে ৭০৯ কোটি টাকার ডিপিআর ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে৷ ফলে, এর অনুমোদনের বিষয়েও ঐ বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷
তবে, সর্বাধিক গুরুত্ব দেওয়া আসাম আগরলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে৷ সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপের দাবী জানানো হবে লোয়ারপোয়ার বিষয়ে৷
2016-06-19