BRAKING NEWS

দলিত এবং অনগ্রসর শ্রেণি ভুক্ত ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষার পড়ার খরচ বহন করবে কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.) : দলিত এবং অনগ্রসর শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর । এবার থেকে দলিত এবং অনগ্রসর শ্রেণি ভুক্ত ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়ার যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।এর আগে দলিত এবং অনগ্রসর শ্রেণি ভুক্ত ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষার জন্য ২০ হাজার টাকা পর্যন্ত দিত কেন্দ্র। নিয়ম বদলে সেই উর্ধ্বসীমা তুলে যাবতীয় খরচ দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে।পাশাপাশি, এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের মাসিক ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়রা ১,৫০০ টাকার বদলে এখন থেকে ২,৫০০ টাকা করে পাবেন। বাইরে থেকে আসা ছাত্ররা ৩,০০০ টাকার বদলে ৫,০০০ টাকা করে পাবেন।সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের পড়ার খরচ দেওয়া সংক্রান্ত নিয়মের বদল করা হয়েছে। এই দুই শ্রেণিভুক্ত ছাত্র-ছাত্রীরা যাতে ভাল মানের প্রশিক্ষণ পান সেটা নিশ্চিত করতে চাইছে সরকার। বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্রগুলির তালিকা তৈরি করা হচ্ছে। সেখানেই এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।নতুন প্রকল্প অনুযায়ী, ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, রেলের বিভিন্ন পরীক্ষা, ব্যাঙ্ক, বিমা এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অফিসার গ্রেডের পরীক্ষা, আইআইটি জেইই, এআইইইই, এআইপিএমটি, ক্যাট, আইনের পরীক্ষা, স্যাট, জিআরই, জিম্যাট টিওইএফএল এর মতো পরীক্ষাগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ বা তার কম হলেই এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পাবেন।রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৫ থেকে ১০টি প্রশিক্ষণ কেন্দ্রের নাম প্রস্তাব করতে বলেছে কেন্দ্র। এই কেন্দ্রগুলির অতীত রেকর্ড খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিশেষজ্ঞ কমিটি। যে প্রতিষ্ঠানগুলির একাধিক জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হব১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *