গুয়াহাটি, ০৫ জুন, (হি.স.) : কেন্দ্রীয় সরকারের পর অবৈধ বাংলাদেশিদের অবাধ প্রব্রজনের বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় অসমের ভারত-বাংলা সীমান্ত সিল করতে বিএসএফ-কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও। দিশপুরের অসম সচিবালয়ে মুখ্যমন্ত্রীর দফতরে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর মহানির্দেশক কেকে শর্মার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া সংস্থাপন করা এবং নদী-সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। গতকাল অনুষ্ঠিত ওই বৈঠকের তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করা এবং অবৈধ চোরা-কারবার বন্ধ করতে রাজ্যের জনসাধারণকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরিভাবে সিল করা হবে বলেও আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও নির্বাচনী প্রচারে এসে এসব প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, অসম চুক্তি স্বাক্ষরের প্রায় তিরিশ বছর পার হওয়ার পরও এখন পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংস্থাপনের কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি। গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা। তা হলেও কিন্তু সীমান্তে ফ্লাড লাইটের ব্যবস্থা করা, সীমান্ত নিরীক্ষণ চৌকিগুলিকে আরও মজবুদ করা, নদী-সীমান্তগুলিকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়ে ফেলতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কাজ এখনও অধরা রয়ে গেছে। এমন-কি বিদেশি শনাক্তকরণের জন্য গঠিত বিসেধি ট্রাইব্যুনালগুলিও সঠিকভাবে কার্যক্ষম নয়। এমতাবস্থায় গতকালের বৈঠকে সীমান্তে লেজার ওয়াল, নিরীক্ষণ সামগ্রী ইত্যাদির ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে সর্বদা নিরাপত্তা পর্যবেক্ষণ করা যায় এমন ব্যবস্থা হাতে নিতে বিএসএফ-প্রধানকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেবল তা-ই নষ় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জের মোকাবিলা করার প্রতি যত্মশীল হওয়ার কথাও মুখ্যমন্ত্রী সনোয়াল বলেছেন বিএসএফ-প্রধান শর্মাকে।
ধুবড়ি সেক্টরের ৪২ কিলোমিটার দৈর্ঘ্য এলাকায় নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে যে যথেষ্ঠ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সে কথাও বিএসএফ-প্রধান জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এ কথা শুনে অবৈধ অনুপ্রবেশকারীদের আগ্রাসন থেকে রাজ্যকে মুক্তি দিতে সীমান্ত সিল করতে যাবতীয় প্রযুক্তিগত সহায় দেওয়া হবে বলে বিএসএফ-প্রধানকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে অসমের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাঁকে অবগত করেছেন তেজপুরের ভারতীয় সেনাবাহিনীর ফোর কোর জিওসি লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ অম্বু। তিনি রাজ্যে সেনা-পুলিশের যৌথবাহিনী দ্বারা চলমান জঙ্গি-বিরোধী অভিযানের ব্যাপারেও সবিশেষ অবগত করেছেন মুখ্যমন্ত্রীকে। এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মুখ্যসচিব বিনোদকুমার পিপারসেনিয়া, অসমের পুলিশ-প্রধান মুকেশ সহায়, রাজ্য গৃহ বিভাগের কমিশনার-সচিব এলএস সাংসন।-
2016-06-05