কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনা, গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

শ্রীনগর, ২৬ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার নওগাম সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা| কিন্তু জঙ্গিদের সেই চেষ্টা রুখে দিল সেনাবাহিনী| সেনার সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে মৃতু্য হয়েছে ২ জঙ্গির| পদস্থ এক সেনা অফিসার জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে নওগামের টুট মারি গলির কাছে অনুপ্রবেশের চেষ্টা করে ৫ থেকে ৬ জন সন্ত্রাসবাদীদের একটি দল| জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী|
৩৫ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে| পাল্টা গুলি চালায় জওয়ানরা| একটানা বেশ কিছুক্ষণ ধরে চলে গুলি লড়াই| তুমুল গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃতু্য হয়েছে| অব্যাহত রয়েছে গুলির লড়াই