পুলিশের গাড়ি লক্ষ্য করে গাড়িবোমা হামলায় তিনজনের মৃতু্য, জখম ৪৫

দামাস্কাস, ১১ মে (হি.স.) : তুরস্কের দিয়াবাকিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি গাড়িবোমা হামলায় তিনজনের মৃতু্য হয়েছে| আহত হয়েছে ১২ পুলিশ কর্তাসহ অন্তত ৪৫ জন| তবে কারা এই হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি| মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে বলে ৱুধবার স্থানীয় কর্তৃপক্ষ সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে| আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে|
হামলার পর পুলিশের গাড়িতে করে আহতদের হাসপাতালে নেওয়ার পথে সাতজনকে আটক করা হয়েছে| সন্দেহভাজন কুর্দিস ওয়ার্কার্স পার্টির (পিকেক) সদস্যরা এই হামলার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে|
উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ একইভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় সাত পুলিশ সদস্য ২৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে|