নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ এপ্রিল৷৷ দীর্ঘদিনের দাবি ৯৩ পরিবারে পানীয় জলের সুবিধা মিলবে গরীব কলোনি বস্তি বাসীর স্বপ্ণ প্রথমেই ভেঙ্গে তছনছ৷ বহু মূল্যের সরকারি গাড়িপড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়৷ ঘটনা কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনী এলাকায়৷ যা এই পঞ্চায়েতটি ছিল ঘিলাতলী পঞ্চায়েতের আওতায়৷ ২০১৪ সাল থেকে জিএস ২১ ডব্লিউসি৬৪৯২ নম্বরের গাড়ি রয়েছে দাঁড়িয়ে৷ এলাকাবাসীদের জন্য জলের সমস্যা নিরসনে জলের ট্যাঙ্ক বসানো হবে বলে এই গাড়িটি আসে৷ কিন্তু জলের ট্যাঙ্ক তৈরি না হতে দেখে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়৷ গাড়িটি যখন দাঁড়িয়ে আছে, এলাকাবাসীর মধ্যে প্রশ্ণ উঠতে শুরু করেছিল বোধহয় জলের ট্যাঙ্ক হবে৷ দুই বৎসর পেরিয়ে যাচ্ছে জলের ট্যাঙ্কারের দেখা নেই৷ গাড়িরও কোন খোঁজখবর নেই৷ জনৈক এলাকাবাসী জানান, গাড়ির মালিক ও ডিপার্টমেন্টের লোকেরা এসে কিছুদিন বাদেবাদে তেল খুলে নিচ্ছেন৷
আবার গাড়ির পাইপও নিতে দেখা গেছে৷ এরকমদৃশ্য দেখতে পেয়ে তৎকালীন প্রধান রূপচান সরকারকে জিজ্ঞেস করলে জানান, জলের ট্যাঙ্ক হবে৷ কিছুদিন বাদে কৈলাসহর থেকে গাড়ির সামনে লোক আসতে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞেস করেন জলের ট্যাঙ্কারের খবর কি তিনিও জানান জলের ট্যাঙ্ক হবে৷ এদিকে, বহুমূল্যের সরকারি গাড়ি পড়ে রয়েছে তার দায়িত্ব কে নেবে৷
2016-04-29