নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সিধাই থানা এলাকার কলকলিয়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বিষ খাইয়ে হত্যার দায়ে শাশুড়ি টিঙ্কু সূত্রধরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্ত স্বামী সঞ্জয় সূত্রধর, দেবর প্রণয় সূত্রধর এবং দাদাশ্বশুর ধীরেন্দ্র সূত্রধর পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায়, অভিযুক্তদের মধ্যে শাশুড়ি টিঙ্কু সূত্রধরকে আটককরে থানায় নিয়ে আসলে উত্তেজিত এলাকাবাসীও থানায় আসেন৷ তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানা চত্বর এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করেন৷ এমনকি অভিযুক্ত শাশুড়ি টিঙ্কু সূত্রধরকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন তারা৷ অবশ্য পুলিশের হেফাজত থেকে তাকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷ এলাকাবাসীর অভিযোগ, শিপ্রার বাবা দীনদরিদ্র৷ পেশায় শ্রমিক৷ বিয়েতে পাত্রপক্ষের দাবি অনুযায়ী টাকা পয়সা সোনা গয়না সবই মিটিয়ে দিয়েছিলেন৷ কিন্তু তারপরও গৃহবধূ শিপ্রার উপর বাপের বাড়ি থেকে আরো টাকা পয়সা এনে দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হয়৷ কিন্তু তার বাবার পক্ষে টাকা পয়সা মিটিয়ে দেওয়া কোন ভাবেই সম্ভব নয়৷ শ্বশুর বাড়ির নির্যাতনের কথা শিপ্রা তার বাপের বাড়ির আশপাশ এলাকার প্রতিবেশীদেরও একাধিকবার জানিয়েছিল৷ সে কারণেই এলাকাবাসীও এই মৃত্যুর ঘটনার খবর উত্তেজিত হয়ে ওঠেন৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন৷ এলাকাবাসীর অভিযোগ হত্যার দায় থেকে রেহাই পাওয়ার জন্য গৃহবধূকে হত্যা তার মুখে বিষ ঢেলে দিয়েছেনতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা৷
2016-04-29