দুই বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, যোগাযোগের সমস্যা নিরসনে ব্যর্থ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রাজ্যে উন্নয়নের নিরিখে নাকি প্রতিটি নির্বাচন বামফ্রন্টের বিপুল জয় হচ্ছে৷ তবে মডেল রাজ্যের তথাকথিত সেই উন্নয়ন যে জনসাধারণের কতটুকু উপকারে আসছে সেটাই এখন বড় প্রশ্ণ হয়ে দাঁড়াচ্ছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের লক্ষ্যে দুই বছর আগে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হলেও আজ পর্যন্ত যোগাযোগের সঠিক পরিকাঠামো গড়ে তুলতে ব্যর্থ ব্লক প্রশাসন৷ যার ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে৷
নতুন বাজার ও যতনবাড়ির সাথে উত্তর একছড়ি ভিলেজ কমিটির মঙ্গলসিং পাড়ার জনজাতিরা যাতে অনায়াসে যোগাযোগ করতে পারে সে লক্ষ্যে গত ২০১৪ইং সালে করবুক আর ডি ব্লক মঙ্গলসিং পাড়ায় একটি বক্স কালভার্ট নির্মাণ করে৷ মহাত্মা গান্ধী রেগা প্রকল্পের ১৪,১০,৭৭৩ টাকা ব্যয় করে বক্স কালভার্টটি নির্মাণ করা হয়৷ কিন্তু নির্মীয়মাণ বক্স কালভার্ট এলাকাবাসীর তেমন কোন উপকারে আসেনি৷ কারণ নির্মাণের পর দুইবছর অতিক্রান্ত হতে চললেও বক্স কালভার্টের দুই প্রান্তে যোগাযোগ রক্ষাকারী রাস্তা আজও নির্মাণ করা সম্ভব হয়নি৷ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বক্স কালভার্ট নির্মাণ করলেও বিগত দুই বছরে রাস্তা নির্মাণের জন্য করবুক ব্লক কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিতে পারেনি৷ দুইদিকে রাস্তাহীন বক্স কালভার্ট টি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তেমন কোন ভূমিকা গ্রহণ করতে পারেনি৷ অবশেষে গত বছর এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় একটি ড্রজার ভাড়া নিয়ে পাহাড় কেটে বক্স কালভার্টের দুই প্রান্তে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়৷ প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় করে বক্স কালভার্টের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী দুইটি রাস্তা করা সম্ভব হয়৷ ওই রাস্তা দিয়ে কোন রকম পায়ে হেঁটে চলাফেরা করা গেলেও যানবাহন চলাচল করা দূরসাধ্য ব্যাপার৷ বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টকর হয়ে দাঁড়ায়৷ এলাকাবাসীর সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে রাস্তা তৈরির প্রচেষ্টা করলেও মডেল রাজ্যের প্রশাসনের কোন হেলদোল নেই৷ এলাকাবাসীর পক্ষ থেকে বার বার দাবি করা হলেও কোন কাজ হচ্ছে না৷ প্রশাসন যদি যান চলাচলের যোগ্য রাস্তা নির্মাণ করে দিত তাহলে মঙ্গলসিং পাড়ার বসবাসকারীর অনায়াসে নতুন বাজার কিংবা যতনবাড়ি আসা যাওয়া করতে পারত৷ বর্তমানে ওই এলাকার জনজাতিদের ঘুরপথে যতনবাড়ি আসতে হয়৷ ওই রাস্তাটির অবস্থাও বেহাল৷ ফলে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য মঙ্গলসিং পাড়ার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে৷ বিশেষ করে কোন মুমুর্ষ রোগীকে নতুন বাজার হাসপাতালে নিয়ে আসতে গ্রামবাসীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ অথচ উন্নয়নকামী সরকারের প্রশাসনের কর্তাবাবুরা এলাকাবাসীর সমস্যা সমাধানে দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বক্স কালভার্ট নির্মাণ করেই রাজ্য সরকার উন্নয়নের ঢাক পেটাচ্ছেন৷ কিন্তু বক্স কালভার্টটি ব্যবহারযোগ্য করে তোলার জন্য সরকার বাহাদুরের কোন উদ্যোগ নেই৷ অথচ রেগা কিংবা ব্লকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একটি ইট সলিং রাস্তা তৈরি করে দেওয়া হলেই বক্স কালভার্টটির সুবিধা এলাকাবাসী গ্রহণ করতে পারত৷ এলাকাবাসী উন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগ পেত৷ মঙ্গলসিং পাড়ার জনজাতিদের কাছে যা আজও অধরা হয়ে আছে৷ মঙ্গলসিং পাড়া তো শুধু দৃষ্টান্তমাত্র, রাজ্যের প্রায় প্রতিটি গ্রামীণ এলাকাতেই উন্নয়নের বেহাল চিত্র৷ প্রত্যন্ত এলাকার পরিকল্পনাহীন উন্নয়ন যে আক্ষরিক অর্থে জনজাতিদের তেমন কোন উপকারে আসছে না তা বারবার প্রকাশ্যে চলে আসছে৷ তারপরও রাজ্যের মুখিয়া বর্হিরাজ্যে গিয়ে দাবি করছে ত্রিপুরাতে নাকি স্বর্ণযুগ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *