নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ বন্য হাতির তান্ডবে অতিষ্ট হয়ে উঠেছেন আঠারমুড়া সংলগ্ণ এলাকার মানুষজন৷ বন্য হাতির দল জঙ্গল ছেড়ে খাদ্যের সন্ধানে সমতল এলাকায় নেমে আসতে শুরু করেছে৷ শুক্রবার রাতে একটি বন্য হাতি তেলিয়ামুড়া থানাধীন ডি এম কলোনী এবং তৎসংলগ্ণ এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে৷ দশটি বাড়ির বসত ঘর ও রান্না ঘর ভাঙচুর করেছে৷ রাতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ঐ এলাকার মানুষজন৷ আগুন এবং পটকা নিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন এলাকাবাসী৷ খবর পাঠানো হয় বনদপ্তরে৷ ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা৷ তাড়া খেয়ে শেষ পর্যন্ত হাতিটি এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়৷ উল্লেখ্য, কিছুদিন আগেও বন্য হাতির তান্ডবে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছিল৷ ঐসব এলাকায় বসবাসকারী মানুষজন বন্য হাতির তান্ডবে রীতিমতো তটস্থ৷ কখন কোথায় দাঁতাল হাতির দল হামলা চালায় তা বুঝে উঠা মুশকিল৷ গত বেশ কয়েক বছর ধরেই আঠারমুড়া পাহাড় থেকে হাতির দল এই মরশুমে সমতলে নেমে আসছে৷ পাহাড়ে খাদ্যভাবের কারণেই হাতির দলটি সমতলে নেমে আসে বলে এলাকাবাসী জানিয়েছেন৷ হাতির তান্ডব মোকাবিলায় বন দপ্তর যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা পর্যাপ্ত নয়৷ রাজ্য বিধানসভার অধিবেশনেও একাধিক বার বিষয়টি নিয়ে চর্চা হয়েছে৷ কাঁটাতারের বেড়া দিয়ে হাতির যাতায়াতের পথ বন্ধ করার প্রস্তাবও উঠেছিল৷ কিন্তু, তা বাস্তবায়িত হয়নি৷ প্রতি বছরই সমতল এলাকার মানুষ আতঙ্কে দিন কাটান৷ শুধু বাড়িঘরে ভাঙচুরই নয় ব্যাপক ফসলহানিও করে থাকে হাতির দল৷
2016-04-24

