মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.) : মোটা যাত্রীকে গাড়িতে না নিয়ে লাইসেন্স এবং পারমিট খোয়ালেন অটোচালক । গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।শারীরিক আকার নিয়ে কথা বলায় অটোচালকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ জানান মুম্বইয়েরই বাসিন্দা ওই মহিলা। সঙ্গে সঙ্গেই অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পরিবহণ দফতর। চালকের লাইসেন্স এবং পারমিট সাসপেন্ড করে দেয় তারা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।
মোটা বলে গাড়িতে নিয়ে রাজি হননি অটোচালক । তাই রেগে গিয়ে মুম্বই পরিবহন দফতরে অভিযোগ জানিয়েছিলেন অস্মি শাহ নামে এক মহিলা।বছর ৩০-এর অস্মি জানিয়েছেন, তিনি মোটা বলে মাঝ রাস্তাতেই জোর করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন অটোচালক। অস্মির দাবি, চালক তাঁকে বলেন, অস্মি ওঠায় তাঁর গাড়ির গতি আস্তে হয়ে যাচ্ছে। এরপরই টুইটারে ওই চালকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।
অস্মির এই প্রতিবাদ করার সাহসকে সাধুবাদ জানিয়েছে পরিবহণ দফতর। এক আধিকারিক জানিয়েছেন, অটোচালকদের বিরুদ্ধে প্রায়শই অসভ্য আচরণের অভিযোগ তাঁদের কাছে জমা পড়ে। এ ধরনের উদ্ধত চালকদের সাজা পাওয়া উচিত। আশা করি এটা একটা উদাহরণ হয়ে থাকবে। কেউ এ ধরণের অসভ্য আচরণ করার আগে কিছুটা হলেও ভাববে।
বিচার পেয়ে স্বভাবতই খুশি অস্মি। তিনি বলেন, তাঁদের (ড্রাইভারদের) অবশ্যই মহিলাদের সম্মান করতে শেখা উচিত। তাঁদের কাজের জন্য আমরা টাকা দিই, এটা তাঁদের মাথায় রাখা উচিত
2016-04-17
