নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ সমাজশিক্ষা ফিল্ড স্টাফ লোক্যাল কমিটির ১৮তম রাজ্য সম্মেলন রবিবার টিজিটিএ অফিস ভবনে অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ৷ টিজিটিএ অফিসগৃহে
রবিবার সমাজ শিক্ষা ফিল্ড স্টাফ লোক্যাল কমিটির অষ্টদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ দপ্তরে কর্মী স্বল্পতার কথা স্বীকার করে বলেন, কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ সমাজশিক্ষা দপ্তরের কর্মীদের দাবিগুলির প্রতি সহমত পোষণ করে মন্ত্রী নাথ বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকার আছে বলেই আন্তরিকভাবে বিষয়গুলো দেখা হচ্ছে৷ বিভিন্ন রাজ্যের উল্লেখ করে মন্ত্রী বলেন, ত্রিপুরার মতো সহানুভূতিশীল নয় অন্য রাজ্যগুলো৷ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি সুকান্ত ব্যানার্জি, সম্পাদক অভিজিৎ দেব, যুগ্ম সম্পাদক ননী দেববর্মা প্রমুখ৷
2016-04-04

