নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমারের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ| মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়| এরই প্রেক্ষিতে হাইকোর্ট দিল্লি পুলিশকে বুধবারের মধ্যে ঘটনার তদন্তের একটি স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে| বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে|
পাতিয়ালা হাইস কোর্টে নজিরবিহীন বিশৃঙ্খলার কথা মাথায় রেখে এদিন সকাল থেকে দিল্লি হাইকোর্টকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে| কানহাইয়া কুমারের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি ও রাজু রামচন্দ্রন|
উল্লেখ্য, পাতিয়ালা হাউস কোর্ট কানহাইয়াকে জেল হেফাজতে পাঠানোর পরই তার জামিনের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে| কিন্তু, সর্বোচ্চ আদালত কানহাইয়ার আবেদন খারিজ করে হাইকোর্টে আবেদন করার কথা বলে| এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কানহাইয়া কুমারের আইনজীবীরা| এদিকে, দেশবিরোধী স্লোগান দেওয়ায় অভিযুক্ত পাঁচ ছাত্র আত্মসমর্পণ করার জন্য নিরাপত্তার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন| এদিনই উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, রামা নাগা, আশুতোষ যাদব ও অনন্ত নারায়ণের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হয়েছে|