যান সন্ত্রাসে ফের রক্তাক্ত রাস্তাঘাট, পৃথক দূর্ঘটনায় নিহত এক, আহত সাত

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে যান সন্ত্রাসের প্রায় প্রতিদিন রক্তাক্ত হচ্ছে রাজপথ৷ বৃহস্পতিবারও পৃথক দুটি দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে৷ আহতও হয়েছেন কয়েকজন৷ জানা গেছে, পৃথক দূর্ঘটনায় একজন নিহত এবং সাত জন আহত হয়েছেন৷
এদিন, সকাল সাড়ে আটটা নাগাদ টিআর-০২-ই-১৬২২ নম্বনরে বুলেরু ম্যাক্স ট্রাক কাঠ বহন করছিল৷ তাতে দু’জন যাত্রীও ছিলেন৷ জানা গেছে, ট্রাকটি ছামনু থেকে লরাই কারবারি পাড়া যাবার পথে ট্রাইবেল কলোনীতে রাস্তার বাঁক নিতে গিয়ে উল্টে যায়৷ তাতে কারবারী পাড়ার বাসীন্দা দুই যাত্রী শুখি সোনা চাকমা(৪৫) এবং বিনা রাণী চাকমা(২২) গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় জনগন সঙ্গে সঙ্গে তাদের চামনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ আহতদের মধ্যে শুখি সোনা চাকমা হাসপাতালে যাওয়ার পথেই মারা যান৷ ঘটনার খবর পেয়ে ছামনু থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং ট্রাকটি আটক করেন৷ পুলিশ জানিয়েছে দূর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে৷
অন্য আরেকটি ঘটনায় কৈলাসহরে দুটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে, একজন মহিলা সহ তিনজন আহত হয়েছেন৷ বর্তমানে আহত তিনজন আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷ আহতদের মধ্যে একজন কৈলাসহর বিশন টিভির সাংবাদিক৷ আজ বিকাল আনুমানিক ৫ টার সময় আসামের মাখোন্দা হাসপাতাল থেকে রোগী নিয়ে আসা একটি অল্টো গাড়িও কৈলাসহর থেকে ধর্মনগরে যাবার পথে অপর অল্টো গাড়ি ঊনকোটি পাহাড়ে প্রধান সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে দুই গাড়ির তিনজন আহত হন৷ তিনজনের মাথায় আঘাত হয়েছে৷আহতদের মধ্যে বিশন টিভির কুমারঘাটের প্রতিনিধি অর্জুন মালাকার, অপর দুইজন নিকেশ শুক্রবৈদ্য ও সঙ্গীতা দেববর্মা৷ দুর্ঘটনার খবর পেয়ে কৈলাসহরের অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসেন৷ পুলিশ দুই গাড়ি আটক করেছে এবং বিষয়টির তদন্তের কাজ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে৷
এদিকে, বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলায় পুরানো মটর স্ট্যান্ডে ১ বছর ২ মাসের শিশু সহ তিনজন আহত হয়েছেন৷ জানা গেছে, আইজিএম চৌমুহনী থেকে রিক্সা করে মোটর স্ট্যান্ডের দিকে আসছিলেন কাশীপুর এলাকার বাসীন্দা চন্দন ঘোষ, তার স্ত্রী পার্বতী ঘোষ এবং তাদের ১ বছর ২ মাসের শিশু কন্যা অঙ্কিতা ঘোষ৷ পুরানো মোটর স্ট্যান্ড এলাকায় আসতেই টিআর-০১-বি-৩০৪৪ নম্বরের একটি অটো তাদের রিক্সায় ধাক্কা মারে৷ তাতে তিনজনই রিক্সা থেকে পড়ে গিয়ে আহত হন৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনগন অটো চালক ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান৷ স্থানীয় অটো সংঘঠনের কাছ থেকে জানা গেছে ঐ অটো চালকের নাম ভজন ভট্টাচার্য৷ এই ঘটনায় পূর্ব আগরতলা থানায় একটি মামলা করা হয়েছে৷ তবে পুলিশ এখনো অটো চালককে আটক করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *