কদমতলা দ্বাদশে পঠন পাঠন লাটে শিক্ষকদের উদাসীনতায়

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ ফেব্রুয়ারি৷৷ স্বর্ণযুগের শিক্ষা বিপ্লবী বাম সরকার ও তার দপ্তরের উদাসীনতায় বহু পুরনো কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ঐতিহ্য হারাচ্ছে৷ পড়াশুনার মান দিন দিন কমছে৷ শিক্ষকের সামনেই সুকল ব্যাগ নিয়ে ক্লাস থেকে পালিয়ে যাচ্ছে ছাত্রী৷
কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যেন রোমান্সের আড্ডা৷ শিক্ষক ক্লাস করাচ্ছেন আর ছাত্রছাত্রী বাইরে আড্ডা দিচ্ছে৷ উত্তর জেলার ধর্মনগর মহকুমার মধ্যে কদমতলা সুকলের ছাত্র ছাত্রীরা একদা সুনাম অর্জন করে ছিল৷ বহু ঐতিহ্য রয়েছে এই সুকলের৷ যুগ পাল্টেছে তাই আগের কদমতলা সুকলে শিক্ষার যে মান এখন তা নেই৷
পঠন পাঠন লাঠে উঠার পিছনে সর্বপ্রথম যে সমস্যা তা হল প্রায় ১১৬০ ছাত্র (দুপুরে) অথচ শিক্ষক মাত্র ২৫৷ ছাত্র ছাত্রীর অনুপাতে এই সুকল আরো ১০ শিক্ষক থাকার কথা সেটাই ঘাটতি৷ তাছাড়া ব্লক রিসার্স সেন্টার বিস্তার সি যে সুকল গুলিতে সেই সুকল গুলিতে একজন করে সহকারি কারণে কদমতলা সুকলে সহকাবরি প্রধান শিক্ষক দেওয়া হলনা তা অজ্ঞাত৷ সুকলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা সদা সর্বদা অভিবাবরক দের দোষারোপ করেন৷ কিন্তু তাদের চোখের সামনেই অবুজ ছাত্র ছাত্রীরা কান্ত ঘটাচ্ছে তবুও তাদের ভূমিকা নীরব৷ কদমতলা সুকলের প্রধান গেইটের সামনে উঁঠতি যুবকরা ভিড় সাথে আড্ডা মারছে তা সমস্ত কদমতলা যুবকদের প্রত্যক্ষ করেন যেহেতু ছাত্র-ছাত্রী সুকলে আসে তাদের দেখাশুনা করার দায়িত্ব শিক্ষকদের৷ কিন্তু এই জায়গায় কদমতলা সুকলের শিক্ষক শিক্ষিকারা ব্যর্থ৷ প্রবেশ করে তারও অভিযোগ আছে৷
এই সুকলে এক হগব শিক্ষক ছড়ি ঘুরাচ্ছে৷ প্রধান শিক্ষক তারই আঙ্গুল হেলেন৷ তার অপনীতির কথা কারো অজানা নয়৷ সুকলের বিভিন্ন কাজের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠতে শুরু করেছে ইতিমধ্যে৷