নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): কোনও মামলার বিচারের ভার ন্যস্ত করা যাবে না কলকাতা হাইকোর্টে বদলির নির্দেশপ্রাপ্ত বিচারপতি সি এস কারনানকে| বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট|
মাদ্রাস হাইকোর্টে কর্মরত বিচারপতি সি এস কারনানকে সম্প্রতি কলকাতা হাইকোর্টে বদলির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর| কিন্তু, বদলির প্রতিবাদে সরব হয়েছেন ওই বিচারপতি| তাঁর দাবি, তিনি দলিত বলে এমন নির্দেশ দেওয়া হয়েছে| বদলির প্রতিবাদে লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি| এরপরই এমন বিরল নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত|
2016-02-15